শিরোনাম
◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও)

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একজন ব্যক্তি, একটি দল বা গোষ্ঠি স্বাধীনতার দাবিদার হতে পারে না, বললেন মির্জা ফখরুল

শিমুল মাহমুদ : [২] ৭ মার্চ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের মূল চেতনায় ছিলো গনতন্ত্রের জন্য। এটাকে কেন্দ্র করে দীর্ঘকাল ধরে স্বাধীনতার দাবি উঠেছে, স্বাধিকার আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। এর পরিনতি হিসেবে ২৬ মার্চ শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন। সুতরাং একজন ব্যাক্তি , একটি দল বা গোষ্ঠি স্বাধীনতার দাবিদার হতে পারে না।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমস্ত বাংলদেশের মানুষ দীর্ঘ সময় ধরে এ স্বাধীনতার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে তারই ফলশ্রুতিতে মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা স্বাধীনতা লাভ করেছি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, এনআরসি নিয়ে ভারতে যে প্রভাব পরেছে এ প্রভাবে উনার বাংলাদেশে আসা কতটা সমীচীন সেটা তারাই বিবেচনা করবে।

[৪] মোদী সঙ্গে বিএনপির কোনো বৈঠকের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমদের কোনো আলোচনায় হয়নি।

[৫] অপর এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, জনগণের সমর্থন ছাড়া, তাদের ভোট ছাড়া, শুধু অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করে আছে। স¦াভাবিকভাবে তারা এ ধরণের কথা বলবে এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ক্ষমতা পরিবর্তনে গণতন্ত্রের যে রীতি রয়েছে সে রীতি হিসেবে।

[৬] তিনি আরো বলেন, এ নির্বাচন হচ্ছে গনতন্ত্রকে পুনঃরুদ্ধার করবার এবং খালেদা জিয়াকে মুক্ত করবার আন্দোলনের অংশ হিসেবে। এ নির্বাচনে আমরা অত্যন্ত সিরিয়াস। প্রত্যাকটি নির্বাচনেই আমরা সিরিয়াসলি অংশগ্রহণ করবার চেষ্ঠা করেছি কিন্তু তারা জোর করে ভয় দেখিয়ে প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনকে তারা তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছে। সেটাকে প্রতিবাদ, প্রতিহত করবার জন্য এ নির্বাচনে অংশগ্রহণ করছি।

[৭] শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবিসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়