মশিউর অর্ণব: [২] কাশ্মীরে গত বছরের ৫ আগস্ট থেকে ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়। ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টাইমস।
[৩] দীর্ঘ ৭ মাসের নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর অবশেষে কাশ্মীরে চালু হতে চলেছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা।
[৪] বিএসএনএল এর একজন উর্ধতন কর্মকর্তা বুধবার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন।
[৫] টু-জি মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু লাইন পরিষেবাও চালু হচ্ছে।
[৬] কেবলমাত্র পোস্টপেইড সিমের গ্রাহকরাই আপাতত ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবেন।
[৭] প্রিপেইড সিমের গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
[৮] তবে ফোর-জি মোবাইল ইন্টারনেট পরিষেবার ওপর জারি থাকা নিষেধাজ্ঞা এখনও তোলা হয়নি।