শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আ.লীগ জনগণ ও মানুষের হৃদয় দিয়ে সৃষ্টি, ভয়ভীতি সামরিক ও স্বৈরাচারী দলে থাকতে পারে, আমাদের নেই, বললেন শফিউল ইসলাম মহিউদ্দিন

সমীরণ রায়: [২]বুধবার রাজধানীর বাংলামোটর সুন্দরবন হোটেলের সামনে থেকে নির্বাচনের প্রচারণা শুরু আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

[৩] ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলেন, নির্বাচনে নির্বাচিত করার সব ক্ষমতার উৎস হলো জনগণ। আওয়ামী লীগ জনগণের দল। অন্য কোনো দলের মতো আওয়ামী লীগের জন্ম ক্যান্টনমেন্টে হয়নি। আমরা জনগণের কাছে বারবার ফিরে যাবো। জনগণের শক্তি ও ম্যান্ডেটে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে আছে।

[৪] তিনি আরও বলেন, শেখ ফজলে নূর তাপসের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। এ আসনে জনগণের যেসব ভোগান্তি আছে, তা চিহ্নিত করে সমাধান করা হবে। যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা নিরসন করা হবে। ঢাকা-১০ আসন এলাকা যানজট, শব্দদূষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নির্মূল করতে আলাদা কর্মসূচি গ্রহণ করবো। প্রচারণা চলাকালে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, সেদিকেও নেতাকর্মীদের খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

[৫] মহিউদ্দিন বলেন, নির্বাচন কমিশনার সবার জন্য নির্বাচনী প্রচারণার ব্যবস্থা করেছে। সবার জন্য একটি নির্দিষ্ট স্থানে পোস্টার লাগানোর ব্যবস্থা করেছে। এ সিদ্ধান্তে আমরা সব প্রার্থী এক হয়েছি। আমরা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবো। ঢাকা-১০ আসনের জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকাকে নিয়ে নতুন পলিসি তৈরি করে কাজ করবো। পলিসি মেকিং করে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এ এলাকার জন্য আমার একটি ভিন্ন পলিসি আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়