শিরোনাম
◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সামরিক ঘাঁটি: শিলিগুড়ি করিডোর ঘিরে ‘নীরব শক্তি প্রদর্শন’ বলছে টিআরটি ওয়ার্ল্ড ◈ একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ◈ অবৈধ পথে ইতালি গেল ১৮ হাজার বাংলাদেশি, ভিসা পেয়েছে ৯ হাজার: রাষ্ট্রদূত আলেসান্দ্রো ◈ ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল ◈ রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আ.লীগ জনগণ ও মানুষের হৃদয় দিয়ে সৃষ্টি, ভয়ভীতি সামরিক ও স্বৈরাচারী দলে থাকতে পারে, আমাদের নেই, বললেন শফিউল ইসলাম মহিউদ্দিন

সমীরণ রায়: [২]বুধবার রাজধানীর বাংলামোটর সুন্দরবন হোটেলের সামনে থেকে নির্বাচনের প্রচারণা শুরু আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

[৩] ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলেন, নির্বাচনে নির্বাচিত করার সব ক্ষমতার উৎস হলো জনগণ। আওয়ামী লীগ জনগণের দল। অন্য কোনো দলের মতো আওয়ামী লীগের জন্ম ক্যান্টনমেন্টে হয়নি। আমরা জনগণের কাছে বারবার ফিরে যাবো। জনগণের শক্তি ও ম্যান্ডেটে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে আছে।

[৪] তিনি আরও বলেন, শেখ ফজলে নূর তাপসের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। এ আসনে জনগণের যেসব ভোগান্তি আছে, তা চিহ্নিত করে সমাধান করা হবে। যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা নিরসন করা হবে। ঢাকা-১০ আসন এলাকা যানজট, শব্দদূষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নির্মূল করতে আলাদা কর্মসূচি গ্রহণ করবো। প্রচারণা চলাকালে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, সেদিকেও নেতাকর্মীদের খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

[৫] মহিউদ্দিন বলেন, নির্বাচন কমিশনার সবার জন্য নির্বাচনী প্রচারণার ব্যবস্থা করেছে। সবার জন্য একটি নির্দিষ্ট স্থানে পোস্টার লাগানোর ব্যবস্থা করেছে। এ সিদ্ধান্তে আমরা সব প্রার্থী এক হয়েছি। আমরা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন চাই। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবো। ঢাকা-১০ আসনের জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকাকে নিয়ে নতুন পলিসি তৈরি করে কাজ করবো। পলিসি মেকিং করে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এ এলাকার জন্য আমার একটি ভিন্ন পলিসি আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়