শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের জেলা জজ বদলি: প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের পরামর্শ হাইকোর্টের

মহসীন কবির : [২] পিরোজপুরের জেলা জজ প্রত্যাহারের বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে আইনজীবীদের পরামর্শ দিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। বুধবার (০৪ মার্চ) সুপ্রিম কোর্টের দু’জন আইনজীবী গণমাধ্যমের রিপোর্ট নিয়ে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় এ বিষয়ে আদেশ প্রার্থনা করেন। চ্যানেল২৪ ও সময় টিভি

[৩] এর পরিপ্রেক্ষিতে সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপকি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ পরামর্শ দেন। এ সময় বিচরপতি এম ইনায়েতুর রহিম বলেন, প্রধান বিচারপতি বিচার বিভাগের অভিভাবক আপনারা তার দৃষ্টি আকর্ষণ করুন।

[৪] এর আগে গতকাল মঙ্গলবার দুর্নীতির মামলায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। এ ঘটনার পর তাৎক্ষণিক বদলি করা হয় জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানকে।

[৫] পরে বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা যুগ্ম জেলা জজ নাহিদ নাসরিনের দ্বিতীয় আদালত থেকে তারা জামিন পেয়েছেন।

[৬] মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন নিয়ে হাজির হয়েছিলেন। আবেদন নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক আব্দুল মান্নান।

[৭] মামলার নথি থেকে জানা যায়, পিরোজপুরের নাজিরপুর থানার সামনে সরকারি খাস জমি দখল করার অভিযোগ এনে গত বছরের ৩০ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. আলী আকবর বরিশালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় তিনটি মামলা করেন। একটি মামলায় তার স্ত্রী লায়লা পারভীনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়