শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর-পূর্ব দিল্লির ড্রেন থেকেই মিলেছে মোট ১১ লাশ, দাঙ্গায় সব মিলিয়ে মৃত ৪৭

আসিফুজ্জামান পৃথিল : [২] ৫ দিন ধরে দিল্লির প্রধান নর্দশাগুলো থেকে ভেসে আসছে লাশপঁচা গন্ধ। ১১ টি লাশ এসব নর্দমা থেকে উদ্ধার করা হলেও, পুলিশ বলছে, পরকর্তীতে আরও লাশ পাওয়া গেলেও যেতে পারে। হিন্দুস্তান টাইমস

[৩] ২৬ ফেব্রুয়ারি একটি নর্দমায় পাওয়া যায় গোয়েন্দা কর্মকর্তা অঙ্কিত শর্মার লাশ। তাকে দাঙ্গার সময় উত্তেজিত জনতা পিটিয়ে মেরে ফেলে। রোববার ও সোমবার আরও ৫টি লাশ পাওয়া যায় এসব নর্দমায়।

[৪] বাকি ৫টি লাশ পাওয়া গেছে মঙ্গলবার সকালে।

[৫] বেশিরভাগ লাশ পঁচে যাওয়ায় সেগুলোর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ জানিয়েছে এগুলোর ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে।

[৬] খাজুরি এলাকার বাসিন্দা আকাশ গুপ্তা জানান, তার বাড়ির পেছনের একটি ড্রেন থেকে উৎকট গন্ধ ভেসে আসছে। সেখানে আরও লাশ থাকতে পারে।

[৭] তার প্রতিবেশি কনিস্ক কুমার বলেন, ‘সবগুলো নর্দমাই ভাসমান আবর্জনা আর কচুরিপানায় পূর্ণ। তাই লাশ থাকলেও ভেসে উঠছে না।’

[৮] দিল্লি মিউনিসিপ্যালিটি বলছে, তারা চাইলেও এসব নর্দমায় অভিযান চালাতে পারছেন না। কারণ এসব নর্দমা দিল্লি সরকারের সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের দায়িত্বে।

[৯] সবগুলো নর্দমার সঙ্গেই যমুনা নদীর সংযোগ আছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, অনেক লাশ নদীতেই ভেসে গিয়ে থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়