শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানের ভেতরে উড়ছে পায়রা! ভাইরাল সেই ভিডিও

ডেস্ক রিপোর্ট: শান্তির পায়রা অশান্তি ছড়ালো বিমানে। বিমানের এক প্রান্ত ছুঁয়ে ফের অন্য প্রান্তের দিকে উড়ে যাচ্ছে বিমানটি। এভাবেই প্রায় আধা ঘণ্টা ধরে একটি পায়রা উড়ল বিমানজুড়ে। যুগান্তর

এসময় যাত্রীদের মধ্যে হইচই পড়ে যায়। পায়রাটিকে ধরতে কেউ কেউ দাড়িয়ে চেষ্টাও করেন। বিমানে উড়ন্ত পায়রাকে ধরতে হুলস্থুল কাণ্ড বেধে যায় ক্রুদের মধ্যে।

শুক্রবার বিকালের এমন বিরল ঘটনা ঘটল ভারতের জয়পুর থেকে আহমেদাবাদগামী গো-এয়ার বিমানে।

ভারতের সংবাদমাধ্যম জি-নিউজ জানায়, আহমেদাবাদের উদ্দেশে আকাশে ডানা মেলতে সবে প্রস্তুত হচ্ছিল বিমানটি। বিমানবন্দরের হাওয়ায় উড়ে ওই বিমানের কেবিনে দুটি পায়রা ঢুকে পড়ে। পায়রা দেখে যাত্রীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। পরে বিমানবালারা পায়রাগুলোকে বাইরের মুক্ত হাওয়ায় বের করে দেন।

এই ঘটনায়বন্দর ছাড়তে বিমানটির ৩০ মিনিট দেরি হয়।

বিমানে পায়রা ওড়ার সেই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাকেশ ভগত নামে এক যাত্রী।

এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওটি পোস্ট করে টুইটে রাকেশ মজা করে লেখেন, বাস্তবিকই বড় পাখির মধ্যে ছোট পাখি। আহমেদাবাদ-জয়পুর ফ্লাইট ৩০ মিনিট লেটে উড়ল।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে গো এয়ার কতৃর্পক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা সম্মানিত যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে এমন ঘটনার জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষ দায়ী। তাদের যথপোযুক্ত পর্যবেক্ষণের অভাবেই এমন কাণ্ড ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়