শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ মার্চ, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা গুরুতর আহত

স্বপন দেব, মৌলভীবাজার : [২] মৌলভীবাজারের কমলগঞ্জে ছাত্রলীগের অভ্যন্তরীন দ্বন্দের জের ধরে প্রতিপক্ষের হামলায় আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি তুহিন পারভেজ তুষার গুরুতর আহত হয়েছেন। আহত তুষারকে সিলেট রাগিব রারেয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় তার দুই পা ও হাতের হাড়ে প্রচন্ড আঘাত লেগেছে। এ হামলার পিছনে আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি/সম্পাদক জড়িত বলে তুষারের পরিবার অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ৯টায় আদমপুর বাজারে।

[৩] জানা যায়, প্রায় তিন মাস পূর্বে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ আদমপুর ইউনিয়ন শাখা কমিটি ঘোষনা করেন। সেই কমিটির অন্যতম সহ সভাপতি তুহিন পারভেজ তুষার। কমিটি ঘোষনার পর থেকে তুষারের সাথে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আহমেদ ও সাধারণ সম্পাদক মামুনের সাথে দ্বন্দ দেখা দেয়। দ্বন্দের কারনে তাদের সাথে অশোভন আচরণ ও শৃংঙ্গলা ভঙ্গের অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি তাকে দল থেকে বহিস্কার করলে উপজেলা নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করার একদিন পর ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টায় আদমপুর বাজারে একা পেয়ে ছাত্রলীগ নেতা তুহিন পারভেজ তুষার এর উপর প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তুষারের দুই পা ও হাতে মারাত্মক আাঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে কমলগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে নিলে সেখান হতে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার পেছনে আদমপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাকারিয়া ও সম্পাদক মামুন জড়িত বলে তুষারের পরিবার ও স্থানীয় ছাত্রলীগের নেতারা অভিযোগ করেছেন।

[৪] তুষারের ছোট ভাই রাজ্জাক পারভেজ বলেন, আমার বড় ভাই এর সাথে ছাত্রলীগের নেতৃবৃন্দের দ্বন্দ চলছিল। তারাই আমার ভাইয়ের উপর হামলার সাথে জড়িত।
আদমপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাকারিয়া আহমদ তুষারের উপর হামলার সাথে জড়িত নন বলে জানান। তিনি হামলার নিন্দা জানিয়ে বলেন, সে বিএনপির লোকের সাথে চলাফেরা করে। কারা মেরেছে তা তিনি বলতে পারেন না।

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ছাত্রলীগের কেউ হামলার সাথে জড়িত থাকলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত আমি কোন লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
নোট: ছবি সংযুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়