শরীফ শাওন: [২] শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ঢাকা কলেজের শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে এসে তিনি একথা বলেন।
[৩] শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি আরও বলেন, এতে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনে সমস্যাটা কি? সকল শিক্ষার্থী যেন ভর্তি হবার সুযোগ পায়, এই অধিকার দেয়ার দায়িত্ব কি তাদের নেই? এখানে স্বায়ত্বশাসন বাঁধা হলে তা তাদের ভাবা উচিৎ। অংশগ্রহণ না করা ৫ বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য করে বলেন, তাদের দাবি হওয়া উচিত ছিলো সুষ্ঠু পরীক্ষা। পরামর্শ ছাড়াই তাদের এই আলাদা পরিক্ষা গ্রহণে শিক্ষার্থী ও অভিবাকদের ভোগান্তি আগের মতই বাড়বে।
[৪] তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করায় তাদের সঙ্গে আলোচনায় বসবে শিক্ষা মন্ত্রণালয়।
সম্পাদনা: সারোয়ার জাহান