মোস্তাফিজুর রহমান : [২] পূর্বশত্রুতার জের ধরে ৩/৪ জনের একটি দল সুজন (১৮) নামের এক ফুল বিক্রেতা আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তার বাম হাতের কবজির উপরে, পেটের বাম পাশে, বাম পায়ের রানের উপর, ডান পায়ের হাটুর উপরিভাগে ছুরির আঘাত করে।
[৩]বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় লালমাটিয়া আড়ং শোরুমের সামনে এ ঘটনাটি ঘটে। পথচারি নুরজাহান অহত অবস্থায় রাত পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরী বিভাগে নিয়ে আসের।
[৪] আহতের গ্রামের বাড়ীঃ রংপুর, পিতাঃ মৃত জয়নাল। বর্তমানের তিনি সাভার হেমায়েতপুর থাকেন।তিনি ফুটপাতে ফুল বিক্রি করেন।
[৫] মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতরা ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।