শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়েন্দা ব্যর্থতা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, দিল্লি কান্ডে বললেন রজনীকান্ত

ইয়াসিন আরাফাত : [২] ভারতের রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়া সহিংসতা ও উদ্ভূত পরিস্থিতির জন্য অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দিকে আঙুল তুললেন বিজেপির কাছের লোক হিসেবে পরিচিত দক্ষিণী অভিনেতা-রাজনীতিক রজনীকান্ত। এনডিটিভি, এই সময়, কোলকাতা ২৪

[৩] রজনীকান্ত বলেন, গোয়েন্দাদের ব্যর্থতার জন্য এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একইসঙ্গে কঠোর হাতে সহিংসতা মোকাবিলার দাবি জানান তিনি।

[৪] বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিল এই সুপারস্টার বলেন, অবশ্যই এটা গোয়েন্দা ব্যর্থতা। প্রথম থেকেই এই ধরণের সহিংসতা শক্ত হাতে দমন করা উচিত ছিলো। কেন্দ্রীয় গোয়েন্দারা সেই কাজে ব্যর্থ। আমি কেন্দ্রের সরকারের ভুমিকার তীব্র নিন্দা করছি। গোয়েন্দা ব্যর্থতা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়বদ্ধতা।

[৫] সংশোধিত নাগরিকত্ত্ব আইন প্রসঙ্গে রজনিকান্ত বলেন, "সিএএ-তে কেউ ক্ষতিগ্রস্থ হলে সবার আগে আমি তার পাশে গিয়ে দাঁড়াব। কিন্তু কেউ কেউ এটা প্রচার করার চেষ্টা করছেন আমি বিজেপির মুখপত্রের মতো কথা বলছি। এটা শুনে আমি খুব মর্মাহত। আমি শুধু সত্যিটাই বলেছি।

[৬] এই আইন বিলোপের কোনও সম্ভাবনা নেই বলেও জানান, রজনীকান্ত।

[৭] রোববার থেকে ছড়িয়ে পড়া সেই সহিংসতায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত দুই শতাধিকেরও বেশি। মৃতদের মধ্যে দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লাল এবং আইবি কর্মকর্তা অঙ্কিত শর্মাও আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়