শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে চারদিন ধরে মাদ্রাসার চার ছাত্রী নিখোঁজ

ময়মনসিংহ প্রতিনিধি: [২]  গত চারদিন ধরে ময়মনসিংহের ফুলপুর থেকে কলেজ ও মাদ্রাসা পড়ুয়া চার ছাত্রী নিখোঁজ রয়েছে। বাড়ি থেকে সকালে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেনি তারা। নিখোঁজের দু’দিন পর সোমবার ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ মেয়েদের পরিবার।

[৩]  নিখোঁজ চার জনের বাড়ি ফুলপুর উপজেলার পূর্ব বাখাই গ্রামে তারা দু’জন আপন বোন ও একজন তাদের চাচাত বোন এবং অপরজন প্রতিবেশী বান্ধবী।

[৪]  পরিবার থেকে জানায়, গত ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে নিখোঁজ চার মেয়ে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু বাড়ি ফেরার সময় পার হয়ে গেলেও তারা বাড়িতে আসেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।

[৫]  প্রতিবেশী রফিকুল জানান, একসঙ্গে চার মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় এলাকায় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। কোনো অপহরণ চক্র বা খারাপ মানুষের পাল্লায় পড়েছে কিনা এ নিয়ে আশঙ্কা করছেন তাদের পরিবারের সদস্যরা।

[৬] ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চারজন নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছেন। তবে, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

[৭] ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘নিখোঁজ মেয়েদের উদ্ধারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। খুব দ্রুতই উদ্ধার হবে।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়