কামরুল হাসান মামুন : মার্চে মশার ঘনত্বের রেকর্ড ছাড়াবে ঢাকা : কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার। নভেল করোনার প্রভাবে কি অবস্থা সেতো দেখতেই পাচ্ছি। ইতোমধ্যে ইতালি আক্রান্ত। ইতালির আক্রান্ত শহরের একটি ভিডিও দেখলাম। যেটা আমার শশুর বাড়ির খুব নিকটে। রাস্তাঘাট জনমানুষহীন। একদম খালি। দোকানপাট বন্ধ। শুনেছি এই ভাইরাস গরমে টিকতে পারে না। সম্ভবত আমরা করোনা থেকে বেঁচে গেছি। কিন্তু সামনের বর্ষা মৌসুমে ডেঙ্গু আর চিকুনগুনিয়ায় আমাদের কী হবে? আছে কি কোনো আগাম প্রস্তুতি। এইতো মাত্রা চারপাঁচদিন আগে বিমানে সিলেট গিয়েছিলাম। প্লেনে উঠা মাত্রই মনে হচ্ছিল মৌমাছির বাসায় ঢিল ছুড়লে মৌমাছি যেমন হামলে পরে ঠিক তেমনি মশা বিমানের ভেতর আমাদের ওপর হামলে পড়েছিলো।
এয়ারক্রাফট হোস্টেস মশা মারার ব্যাট নিয়ে সেকি দৌড়াদৌড়ি। আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিন কত শত হাজার দেশি বিদেশি মানুষ এই বিমান বন্দর ব্যবহার করে দেশ বিদেশে যায়। সামান্য বিমানবন্দর এলাকা মশা শূন্য করা যায় না? লজ্জা লাগে না? একটি বিমানবন্দর হলো একটি দেশের সবচেয়ে বড় এম্বাসেডর। যাহোক বিমানবন্দরে মশার উপদ্রপ দেখে এবং গত দুইদিন যাবৎ বাসায় মশার ছড়াছড়ি দেখে আমার মনে শঙ্কা জেগেছে। এইবার জানি কি হয়। ফেসবুক থেকে