শিরোনাম
◈ নিহতের মরদেহের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল ◈ বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান ◈ খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা ও পরিবারের সদস্যরা ◈ বিশ্লেষণ: দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ ◈ বাংলাদেশের বড় প্রশ্ন: খালেদা জিয়ার উত্তরাধিকার কি এগিয়ে নিতে পারবেন তারেক রহমান? ◈ ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু ◈ যশোর রেজিস্ট্রি অফিসে আগুন: পুড়ে ছাই ২০০ বছরের পুরনো গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ডবই ◈ রেকর্ড রেমিট্যান্স: অর্থবছরের প্রথম ৬ মাসে প্রবাসীরা দেশে পাঠালেন ১৬.২৬ বিলিয়ন ডলার ◈ ঘন কুয়াশার চাদরে রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন ◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব ধরনের আর্থিক সেবা দিতে আসছে ‘সংযোগ ইউ’

জেবা আফরোজ: ‘সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ’ স্লোগানে দেশের প্রত্যেক নাগরিককে সব ধরনের আর্থিক সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যে চলতি মাসে বাজারে আসছে ‘সংযোগ ইউ’ ব্যাংকিং, মাইক্রোক্রেডিট, আর্থিক কোম্পানি, কো-অপারেটিভ ও ভেনচার ক্যাপিটাল নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। যুগান্তর

পাশাপাশি গ্রাহককে তার চাহিদাসম্পন্ন সব আর্থিক পণ্য ও সেবা নিজ নিজ এলাকায় পৌঁছে দিতে সহায়তা করবে প্রতিষ্ঠানটি। অ্যাপ ডাউনলোড করেই যে কেউ চাইলে তাদের এ সেবা বাড়িতে বসে নিতে পারবেন। এছাড়া প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে ঢুকেও লগইন করে সেবা গ্রহণ করা যাবে।

গ্রাহককে পণ্য ও প্রতিষ্ঠানগুলোর খবর জানানো ছাড়াও আর্থিক লোন পেতে সব ধরণের সহায়তা করবে সংযোগ। বাড়ি নির্মাণ, ব্যবসায়িক লেনদেন, চাকরির লোন, ভোগ্যপণ্য ক্রয়ের খোঁজ, এসএমই সেবা, কৃষিতে বিনিয়োগ, নারীদের আর্থিক সুযোগ সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানসহ আর্থিক ও সেবামূলক কোম্পানিগুলোর আদ্যোপান্তের খবর জানাবে তারা মুহূর্তে।

সংযোগের সিইও মো. মেহেদী হাসান বলেন, মানুষকে আর্থিক চাপ ও সংকট মুক্ত করে স্বচ্ছল-আদর্শ জীবন ব্যবস্থা উপহার দিতে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, মুনাফা অর্জনই সংযোগের মূল লক্ষ্য নয়। মানুষের সঙ্গে সকল আর্থিক পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে সঠিক সমন্বয় তৈরি করে সমৃদ্ধ অর্থনৈতিক ও ডিজিটাল বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে চায় সংযোগ ইউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়