শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে রাস্তায় নেমে এলেন বিখ্যাত ব্যান্ড পিংক ফ্লয়েডের প্রতিষ্ঠাতা সদস্য রজার ওয়াটার্স

ইয়াসিন আরাফাত : অস্ট্রলিয়ার পত্রিকা ‘উইকিলিকস’-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জেকে হস্তান্তর না করে তাকে মুক্তির দাবিতে লন্ডনের অস্ট্রেলিয়া হাউজের সামনে জড়ো হওয়া আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন বিখ্যাত ব্যান্ড পিংক ফ্লয়েডের প্রতিষ্ঠাতা সদস্য ও বেজ গিটারিস্ট রজার ওয়াটার্স। তার সঙ্গে আরো রয়েছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড। ইউকে মেইল

রোববার লন্ডনের রাস্তায় তোলা এক ছবিতে ভিভিয়েন ওয়েস্টউডকে মাথায় ‘এঞ্জেল’ লেখা একটি ব্যান্ড পড়ে থাকা অবস্থায় দেখা গেছে। শুধু ভিভিয়েন ওয়েস্টউডই নন, আন্দোলনে যোগ দিয়েছিলেন ৫৮ বছর বয়সী প্রিসের সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস ও ৭৬ বছর বয়সী গিটারিস্ট রজার ওয়াটার্স। এমনকি আন্দোলনে ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জের বাবা জন শিপটন ও উইকিলিকসের বর্তমান সম্পাদক ক্রিস্টিন হারপসন। ‘অ্যাসাঞ্জকে হস্তান্তর করো না’, ‘সাংবাদিকতা অপরাধ নয়’, ‘অ্যাসাঞ্জকে মুক্তি দাও’ ও ‘সত্যই তোমাকে মুক্তি দেবে’ লেখা ব্যানার নিয়ে আন্দোলনে সক্রিয়ও ছিলেন তারা।

লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে থাকাকালীন সময়ে জামিন শর্ত ভঙ্গ করার জন্য ৫০ সপ্তাহের জেল খাটার পর গত সেপ্টেম্বর থেকে বেলমার্শে রিমান্ডে রয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বার্তা ফাঁসের অভিযোগে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি অভিযোগ দায়ের করা হয়েছে। যেখানে দোষী প্রমাণিত হলে তার ১৭৫ বছরের কারাদণ্ড হবে। এর আগে তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর তিনি এই অভিযোগ অস্বীকার করেন, যা পরবর্তীতে বাতিল হয়ে যায়।তবে অভিযোগ ওঠার পর সুইডেনে হস্তান্তর থেকে বাঁচতেই ২০১২ সালের জুন মাসে লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়