শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষের প্রীতি ম্যাচে এশিয়া একাদশে খেলবেন কোহলিসহ চার ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসের (মার্চ) ২১ ও ২২ তারিখ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচ দুটি।

এই ম্যাচে এশিয়া একাদশের প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘রেস্ট অব দি ওয়ার্ল্ড’ একাদশ। এশিয়া একাদশের হয়ে মাঠ মাতাবেন ৪ জন ভারতীয় ক্রিকেটার।এশিয়া একাদশের হয়ে বাংলাদেশ থেকেও খেলবেন ৪ জন ক্রিকেটার। ম্যাচটির বড় আকর্ষণ ভারতের ক্রিকেটাররা।

৪ জন ভারতীয় ক্রিকেটারকে এই দুই ম্যাচের জন্য বাংলাদেশে পাঠানোর ব্যাপারে আগেই নিশ্চিত করেছিল বিসিসিআই। এবার বিসিবিকে চার ক্রিকেটারের নামও পাঠিয়েছে তারা। চার হলেন- ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কূলদ্বীপ যাদব।

ভারতের কোন কোন ক্রিকেটার এই ম্যাচে অংশ নিতে পারবেন, তা নিশ্চিত করেই বিসিবির কাছে এই চার ক্রিকেটারের নাম পাঠিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ম্যাচে এশিয়ার তারকা ক্রিকেটাররা মাতাবেন এশিয়া অল স্টার একাদশের হয়ে। আর বাকি মহাদেশগুলোর তারকায় ঠাসা থাকবে রেস্ট অব দ্যা ওয়ার্ল্ড দলটি।

মুজিববর্ষের এই আয়োজনকে রাঙিয়ে তুলতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে বিসিবি। ম্যাচটি মাঠে বসে যারা দেখতে পারবেন না, তাদের কথা মাথায় রেখে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। সূত্র : ক্রিকটাইম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়