শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষের প্রীতি ম্যাচে এশিয়া একাদশে খেলবেন কোহলিসহ চার ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসের (মার্চ) ২১ ও ২২ তারিখ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচ দুটি।

এই ম্যাচে এশিয়া একাদশের প্রতিপক্ষ হিসেবে থাকবে ‘রেস্ট অব দি ওয়ার্ল্ড’ একাদশ। এশিয়া একাদশের হয়ে মাঠ মাতাবেন ৪ জন ভারতীয় ক্রিকেটার।এশিয়া একাদশের হয়ে বাংলাদেশ থেকেও খেলবেন ৪ জন ক্রিকেটার। ম্যাচটির বড় আকর্ষণ ভারতের ক্রিকেটাররা।

৪ জন ভারতীয় ক্রিকেটারকে এই দুই ম্যাচের জন্য বাংলাদেশে পাঠানোর ব্যাপারে আগেই নিশ্চিত করেছিল বিসিসিআই। এবার বিসিবিকে চার ক্রিকেটারের নামও পাঠিয়েছে তারা। চার হলেন- ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কূলদ্বীপ যাদব।

ভারতের কোন কোন ক্রিকেটার এই ম্যাচে অংশ নিতে পারবেন, তা নিশ্চিত করেই বিসিবির কাছে এই চার ক্রিকেটারের নাম পাঠিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ম্যাচে এশিয়ার তারকা ক্রিকেটাররা মাতাবেন এশিয়া অল স্টার একাদশের হয়ে। আর বাকি মহাদেশগুলোর তারকায় ঠাসা থাকবে রেস্ট অব দ্যা ওয়ার্ল্ড দলটি।

মুজিববর্ষের এই আয়োজনকে রাঙিয়ে তুলতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে বিসিবি। ম্যাচটি মাঠে বসে যারা দেখতে পারবেন না, তাদের কথা মাথায় রেখে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। সূত্র : ক্রিকটাইম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়