শিরোনাম
◈ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শুরু, ২৭ হাজার শিক্ষার্থী পাচ্ছে ভোটাধিকার, ১০ মিনিটে দিতে হবে ৪০ ভোট ◈ ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, সেবাচার্জ বেড়েছে গড়ে ৪১ শতাংশ ◈ চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ◈ মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন ◈ কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমার কাছে ‘নাম ও কণ্ঠ রেকর্ড আছে’ : জামায়াতের নায়েবে আমীর ◈ রাজনী‌তির ময়দা‌নে আ‌লোচনা তু‌ঙ্গে, বাংলাদেশে সেফ এক্সিট কারা নিয়েছিলেন? ◈ বিমান নিরাপত্তায় বাংলাদেশে ঐতিহাসিক অগ্রগতি, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ ◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যুটিং সেটে নিহতদের পরিবারকে ১ কোটি রূপি দেবেন কমল হাসান

মুসফিরাহ হাবীব : চেন্নাইয়ে ইন্ডিয়ান-২ ছবির শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় নিহত তিন জনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন বলিউড অভিনেতা কমল হাসান। নিহতদের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অপর দু-জন টেকনিশিয়ান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) শ্যুটিং চলাকালীন রাত সাড়ে ৯টা নাগাদ ১৫০ ফুট উঁচু ক্রেন ভেঙে এ মর্মাম্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত আরও ৯ জনও জখম হয়েছেন। কমল হাসানের প্রোডাকশন হাউস থেকে মেগা বাজেটের এ ছবিটি তৈরি হচ্ছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে, বৃহস্পতিবার তিনি মৃতদের পরিবারকে ১ কোটি রূপি অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কমল হাসানও রয়েছেন। দুর্ঘটনার সময় তিনিও সেটে উপস্থিত ছিলেন। মূলত তার তৎ‌পরতাতেই আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়।

এদিন কমল হাসান ট্যুইটার পোস্টে লেখেন, 'গতকাল ইন্ডিয়ান-২’র সেটে যে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আমরা অত্যন্ত ব্যথিত। আমি জীবনে অনেক বার অনেক দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু, বুধবারের এই দুর্ঘটনা ছিল ভয়ংকর। আমি আমার তিন সহকর্মীকে হারিয়েছি।'

ভাগ্যের জোরে তিনি ও ছবির পরিচালক শংকর যে বেঁচে গেছেন সেকথাও জানিয়েছেন কমল হাসান। মাত্র চার সেকেন্ড এদিক-ওদিকের জন্য তারা এ যাত্রায় রক্ষা পেয়েছেন। ঘটনার ৪ সেকেন্ড আগে ডিরেক্টর ও ক্যামেরাম্যান সেখান থেকে সরে যান। ছবির নায়িকা ও তিনিও সেখানে দাঁড়িয়েছিলেন। সে সময়েই সরে আসেন। পঁয়ষট্টি বছর বয়সী এ অভিনেতার কথায়, 'এই দুর্ঘটনা তাঁর কাছে সুনামির মতোই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়