শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যুটিং সেটে নিহতদের পরিবারকে ১ কোটি রূপি দেবেন কমল হাসান

মুসফিরাহ হাবীব : চেন্নাইয়ে ইন্ডিয়ান-২ ছবির শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় নিহত তিন জনের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন বলিউড অভিনেতা কমল হাসান। নিহতদের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অপর দু-জন টেকনিশিয়ান।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) শ্যুটিং চলাকালীন রাত সাড়ে ৯টা নাগাদ ১৫০ ফুট উঁচু ক্রেন ভেঙে এ মর্মাম্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত আরও ৯ জনও জখম হয়েছেন। কমল হাসানের প্রোডাকশন হাউস থেকে মেগা বাজেটের এ ছবিটি তৈরি হচ্ছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে, বৃহস্পতিবার তিনি মৃতদের পরিবারকে ১ কোটি রূপি অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কমল হাসানও রয়েছেন। দুর্ঘটনার সময় তিনিও সেটে উপস্থিত ছিলেন। মূলত তার তৎ‌পরতাতেই আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়।

এদিন কমল হাসান ট্যুইটার পোস্টে লেখেন, 'গতকাল ইন্ডিয়ান-২’র সেটে যে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আমরা অত্যন্ত ব্যথিত। আমি জীবনে অনেক বার অনেক দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু, বুধবারের এই দুর্ঘটনা ছিল ভয়ংকর। আমি আমার তিন সহকর্মীকে হারিয়েছি।'

ভাগ্যের জোরে তিনি ও ছবির পরিচালক শংকর যে বেঁচে গেছেন সেকথাও জানিয়েছেন কমল হাসান। মাত্র চার সেকেন্ড এদিক-ওদিকের জন্য তারা এ যাত্রায় রক্ষা পেয়েছেন। ঘটনার ৪ সেকেন্ড আগে ডিরেক্টর ও ক্যামেরাম্যান সেখান থেকে সরে যান। ছবির নায়িকা ও তিনিও সেখানে দাঁড়িয়েছিলেন। সে সময়েই সরে আসেন। পঁয়ষট্টি বছর বয়সী এ অভিনেতার কথায়, 'এই দুর্ঘটনা তাঁর কাছে সুনামির মতোই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়