শিরোনাম
◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া? ◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে!

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অলস্টার প্রীতি ম্যাচ’ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এলো আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা

স্পোর্টস ডেস্ক : আগামী ২৯ মার্চ মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তেরোতম আসর। এবারের আসর শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণে একটি ‘অল স্টার প্রীতি ম্যাচ’ হওয়ার কথা ছিল। যদিও সেই ম্যাচটি মাঠে গড়াচ্ছে না। বিসিসিআই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও একাধিক ফ্র্যাঞ্চাইজিই জানিয়েছে, বহুল প্রতীক্ষিত অল স্টার ম্যাচটি এ যাত্রায় হচ্ছে না, অন্তত আইপিএল মাঠে গড়ানোর আগে তো না-ই।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের দাবি, অল স্টার ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে দারুণ উন্মাদনা কাজ করলেও এ নিয়ে আইপিএলের আয়োজক বিসিসিআইয়ের অবস্থান পরিস্কার ছিল না। আইপিএল শুরুর আর মাত্র মাসখানেক সময় বাকি। ম্যাচটি ঠিক কবে হবে, দুটি দলে কারা কারা খেলবেন, তাদের ব্যবস্থাপনাই বা কীভাবে হবে- এসব বিষয়ে বারবার জানতে চেয়েও বোর্ডের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজিরা জবাব পাননি।

ম্যাচটি বাতিল হওয়ার পেছনে বড় কারণ আর্থিক বিষয়। বিসিসিআইয়ের কাছে অর্থকড়ি কোনো ব্যাপার নয়। কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা এই ম্যাচের জন্য বাড়তি অর্থ খরচ করতে নারাজ। বিসিসিআই এ ব্যাপারে কিছু না জানানোয় এই ম্যাচের জন্য খেলোয়াড়দের খরচাপাতি ফ্র্যাঞ্চাইজিদেরই বহন করতে হত বলে অভিমত ফ্র্যাঞ্চাইজি মালিকদের।

এছাড়া বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক ছাড়া এই ম্যাচ খেলবেন কি না- এ নিয়েও সন্দিহান ছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই বিসিসিআই কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ফ্র্যাঞ্চাইজি মালিকরা জানিয়েই দিয়েছেন, এবারের আইপিএলের আগে অন্তত অল স্টার ম্যাচটি মাঠে গড়াচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়