শিরোনাম
◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অলস্টার প্রীতি ম্যাচ’ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এলো আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা

স্পোর্টস ডেস্ক : আগামী ২৯ মার্চ মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তেরোতম আসর। এবারের আসর শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণে একটি ‘অল স্টার প্রীতি ম্যাচ’ হওয়ার কথা ছিল। যদিও সেই ম্যাচটি মাঠে গড়াচ্ছে না। বিসিসিআই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও একাধিক ফ্র্যাঞ্চাইজিই জানিয়েছে, বহুল প্রতীক্ষিত অল স্টার ম্যাচটি এ যাত্রায় হচ্ছে না, অন্তত আইপিএল মাঠে গড়ানোর আগে তো না-ই।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের দাবি, অল স্টার ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে দারুণ উন্মাদনা কাজ করলেও এ নিয়ে আইপিএলের আয়োজক বিসিসিআইয়ের অবস্থান পরিস্কার ছিল না। আইপিএল শুরুর আর মাত্র মাসখানেক সময় বাকি। ম্যাচটি ঠিক কবে হবে, দুটি দলে কারা কারা খেলবেন, তাদের ব্যবস্থাপনাই বা কীভাবে হবে- এসব বিষয়ে বারবার জানতে চেয়েও বোর্ডের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজিরা জবাব পাননি।

ম্যাচটি বাতিল হওয়ার পেছনে বড় কারণ আর্থিক বিষয়। বিসিসিআইয়ের কাছে অর্থকড়ি কোনো ব্যাপার নয়। কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা এই ম্যাচের জন্য বাড়তি অর্থ খরচ করতে নারাজ। বিসিসিআই এ ব্যাপারে কিছু না জানানোয় এই ম্যাচের জন্য খেলোয়াড়দের খরচাপাতি ফ্র্যাঞ্চাইজিদেরই বহন করতে হত বলে অভিমত ফ্র্যাঞ্চাইজি মালিকদের।

এছাড়া বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক ছাড়া এই ম্যাচ খেলবেন কি না- এ নিয়েও সন্দিহান ছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তাই বিসিসিআই কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ফ্র্যাঞ্চাইজি মালিকরা জানিয়েই দিয়েছেন, এবারের আইপিএলের আগে অন্তত অল স্টার ম্যাচটি মাঠে গড়াচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়