নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি করোনা ভাইরাসের প্রভাবে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলোর উপর অনেক প্রভাব পড়েছে। এবার করোনা আতঙ্কে স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ।
আগামী ২২ মার্চ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশসহ মোট আট দল নিয়ে এই প্রতিযোগিতা শুরুর কথা ছিল। বাকি দলগুলো হচ্ছে, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও ভুটান।
কিন্তু করোনাভাইরাস আতঙ্কের কারণে এই টুর্নামেন্ট ছয় মাস পিছিয়ে দেওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে অংশগ্রহণকারী দেশসমুহের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাইনি। শ্রীলঙ্কা চিঠি দিয়ে জানিয়েছে, তারা আসতে পারবে না। অন্য দেশও মৌখিকভাবে অবহিত করেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিযোগিতাটি মার্চে নয়, আগামী সেপ্টেম্বরে হবে।’
করোনাভাইরাসের কারণে এরই মধ্যে স্থগিত হয়েছে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল স্টান্ট সাইক্লিং ও আইএসএসএফ আর্চারি প্রতিযোগিতা।