অনির্বাণ আরিফ : বিএনপি একটি ধর্ম, আওয়ামী লীগ একটি ধর্ম, জামায়াত একটি ধর্ম, হেফাজত একটি ধর্ম। এ দেশে নতুন চার ধর্মের উদ্ভব হয়েছে। বিএনপি ধর্মাবলম্বীরা আওয়ামী লীগ ধর্মাবলম্বীদের সঙ্গে চা-পানি খেতে পারবে না, বন্ধুত্ব করতে পারবে না, বিয়েশাদি করা তো পুরোই হারাম। আজ এক বিবৃতিতে বিএনপির বড় হুজুর হজরত রিজভী এ ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ ধর্মাবলম্বীদের কী কী করণীয় সে বিষয়ে আওয়ামী হজরতানরা এখনো কিছু বলেননি। জামায়াতি ধর্মের লোকেরা জামায়াতি ধর্মে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জামায়াতি ধর্মের কলেমা পড়ে লয়। এ ধর্মের কলেমা হলো : ‘দুনিয়ার আর সব ধর্মের লোকেরা কাফের, মুরতাদ, অভিশপ্ত। আমরাই শুধু সহীহ মুসলমান, সৎ’।
এ ঘোষণা শেষ হলে তারা বিয়েশাদি, বন্ধুত্ব এমনকি প্রেম পরকীয়াও এ ধর্মের বাইরে করে না। হেফাজত হেফাজতি ধর্মের ছাড়া ভিন্ন কাউকে বিয়েশাদি করে না। আত্মীয়তাও করে না। স্কুলের অ্যাসেম্বলিতে বা স্বাধীনতা দিবসের প্যারোডে যখন জাতীয় সংহতির অঙ্গীকার করে আমরা বুকে হাত লাগাই তখন কী নিজেদের প্রতি নিজেদের ঘৃণা হয় না। লজ্জা হয় না। একটি দেশকে এতো টুকরা করেও আমরা বলি, ‘আমরা অভিন্ন বাঙালি বা বাংলাদেশি জাতিসত্তা’। ফেসবুক থেকে