সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধিঃ বুধবার সন্ধ্যায় সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান “এসো আলোর পথে”অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, জঙ্গিবাদকে নির্মুল করা না গেলেও নিয়ন্ত্রণ করা হয়েছে,কিন্তু মাদকের বিস্তার উত্তর উত্তর বেড়ে যাচ্ছে। যে কারণে সাড়া দেশে এখন মাদক সেবী মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০ লাখ।
পুলিশ সুপার ফারুক আহমেদ এর সভপতিত্বে ও সদর মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দে এর পরিচালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোঃ জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, কনকপুর ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী।
সিলেট রেঞ্জের ডিআইজি আরও বলেন দেশের জাতীয় অর্থনীতিতে মাদক যেমন সমস্যা তেমনি ব্যক্তি জীবন ও সমাজের জন্য প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ”-এই শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজার জেলাব্যাপী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গেল কয়েক মাস থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে আসছে মৌলভীবাজার জেলা পুলিশ।
এর ধারাবাহিকতায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণার মাধ্যমে পর্যায়ক্রমে সারা জেলাকে মাদকমুক্ত ঘোষণার কার্যক্রম শুরু করতে যাচ্ছে জেলা পুলিশ। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী