শিরোনাম

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় দুটি প্রশিক্ষণ প্লেনের সঙ্গে সংঘর্ষ, ৪ জনের প্রাণহানি

শাহনাজ বেগম : অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে ১২০ কিলোমিটার উত্তরে ম্যাঙ্গালোরের মধ্য আকাশে দুটি হালকা প্রশিক্ষণ প্লেনই বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ভিক্টোরিয়ার পুলিশ পরিদর্শক পিটার কোগার। যা দেশটির গত এক দশকেরও বেশি সময় পর এমন ঘটনা ঘটেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে বিমানবন্দর থেকে প্রশিক্ষণের জন্য ছেড়ে যাওয়া একটি উড়োজাহাজে একজন প্রশিক্ষণার্থী পাইলট এবং প্রশিক্ষক ছিলেন। সংঘর্ষের কারণ জানা যায়নি। এবিসি নিউজ

বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ছোট প্লেন দুটিতে দুজন করে আরোহী ছিলেন। ম্যাঙ্গালোর শহরের অদূরে একটি অস্ত্রাগারের পাশে ‘সশস্ত্র বাহিনীর বিস্ফোরক জোন’ বলে পরিচিতি এলাকার আকাশে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকবলিত একটি প্লেন মেলবোর্নের প্রতিষ্ঠান মুরাব্বিন এভিয়েশন সার্ভিসেসের এবং আরেকটি ছিল বিচক্রাফট ট্রাভেল এয়ারের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়