শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ট্রেনের কামরার শিবমন্দির নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক

মশিউর অর্ণব: সম্প্রতি ভারতে চালু হওয়া একটি ট্রেনের কামরার ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে একটি বার্থে হিন্দুদের দেবতা শিবের ছবি, এবং সেটির সামনে দাঁড়িয়ে একজন পুজো করছেন। ছবিটি টুইট করে একটি সংবাদ সংস্থা জানিয়েছে, কাশী-ইন্দোর মহাকাল এক্সপ্রেসের বি-৫ কামরার ৬৪ নম্বর আসনটিতে শিবের একটি ছোট মন্দির গড়া হয়েছে। এএনআই, বিবিসি বাংলা।

অপর একটি টুইটে সংবাদ সংস্থাটি রেলওয়ে কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, তাদের পরিকল্পনা রয়েছে ওই বিশেষ আসনটি ভগবান শিবের জন্য সবসময় সংরক্ষিত রাখার। ভারতীয় রেলের মুখপাত্র দীপক কুমারও জানান, ওই আসনটি ভগবানের জন্য সংরক্ষিত থাকবে।

ট্রেনের একটি আসন সবসময়ের জন্য শিবের নামে সংরক্ষিত থাকবে এবং সেখানে মন্দির গড়া হবে, এমন তথ্য ভাইরাল হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

নিশান্ত নামের একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, এটি সম্পূর্ণ অযৌক্তিক। রেলওয়ে জাতীয় সম্পত্তি, ধর্মীয় বার্তা দেয়ার জন্য একে ব্যবহার করা উচিত নয়। বালাকৃষ্ণা নামে অপর এক ব্যবহারকারী মন্তব্য করেন, যিনি পুজো করছেন, তিনি আবার দেয়াশলাইও জ্বালাচ্ছেন কামরার ভেতরেই! আগুন লেগে গেলে কী হবে!

কদিন আগেই গুজরাটের একটি ছাত্রী হোস্টেলে পোশাক খুলে পরীক্ষা করে দেখা হয়েছে যে তাদের পিরিয়ড হয়েছে কিনা। সেই প্রসঙ্গ টেনে তানভির আজমি নামে একজন ব্যবহারকারী টুইটারে জানতে চেয়েছেন, ওই কামরায় ঢুকতে দেয়ার আগে কী নারীদের পোশাক খুলিয়ে তল্লাশি করা হবে তাদের পিরিয়ড হয়েছে কীনা!

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ফাঁকা রেললাইনের ওপর নামাজ পড়ার ছবি শেয়ার করে লিখেছেন, যেখানে খুশি নামাজ পড়তে বসা যায়, তখন তো কোনো কথা ওঠে না! তাহলে এখন এত প্রশ্ন উঠছে কেনো?

  • সর্বশেষ
  • জনপ্রিয়