মশিউর অর্ণব: ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, ইতোমধ্যেই কয়েক ডজন সেনা সদস্যের মোবাইল ফোন একই কায়দায় হ্যাক করা হয়েছে। তবে হামাসের এধরনের অভিনব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে এবং তারা তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্যও চুরি করতে পারেনি বলে জানিয়েছেন ওই মুখপাত্র। বিবিসি, নিউইয়র্ক টাইমস
ইসরাইলি বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস জানিয়েছেন, প্রথমে একজন সুন্দরী তরুণীর ছদ্মবেশে হিব্রু ভাষায় লেখা মেসেজে নিজেদেরকে অভিবাসী কিংবা দৃষ্টি প্রতিবন্ধী দাবি করে হামাসের হ্যাকাররা। এরপর ওই ছদ্মবেশী সুন্দরীর সাথে বন্ধুত্ব হয়ে গেলে ওই তরুণী তাদের মোবাইলে বিভিন্ন এপসের লিংক পাঠায়।
ছবি আদান প্রদানের জন্য ইসরাইলি সেনারা সেসব এপস ডাউনলোড করতে গেলে নিজেদের অজান্তেই তাদের মোবাইল ফোনে ‘ম্যালওয়ার নামক ভাইরাস স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায়। এই ভাইরাসের মাধ্যমে ইসরাইলি সেনাদের স্মার্টফোনে এক্সেস নেয়ার পরপরই তাদের মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে হামাস সদস্যরা।’
ইসরাইলি সেনাবাহিনীর ওই উর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস কয়েক মাস আগেই হামাসের এই চক্রান্তটি ধরতে পেরেছিলো। তারপরই বিষয়টি গুরুত্বের সাথে নজরদারিতে আনেন তারা।