ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে নুর নাহার(৪০)নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছে। সে লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী। মঙ্গলবার সকালে হ্নীলা ইউনিয়নের লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
লেদা রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো.আলম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝগড়ায় এক নারী নিহত হয়েছে। এ বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করা হলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মোহাম্মদ মনির বলেন, রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সম্পাদনা : রাকিবুল