হাসনাত কাইয়ূম : পোস্ট অফিসের সঞ্চয়পত্রের সুদ যে এক কথায় ১২ থেকে ৬ শতাংশে নামিয়ে দেয়া হলোÑ সেটাই অর্থনৈতিক আইন। ব্যাংকের আমানতের উপর বীমা- ক্ষতিপূরণের লিমিট যে ১ লাখ টাকাতেই আটকে দেওয়া হলো, এটাও সেই অর্থনৈতিক আইন। আর ব্যাংক মালিকরা মিলেমিশে যে একজন আরেকজনের ব্যাংক থেকে ২ লাখ কোটির চেয়েও বেশি টাকা ঋণ হিসেবে তুলে নিতে পারলো, সেটাও এই আইনের জন্যই। আইনের মাধ্যমেই এক পরিবারের দুজনের বদলে চারজন ডিরেক্টর এখন ৩ বছরের বদলে ৯ বছর বোর্ডে থাকতে পারে ।
আর এইসব অর্থনৈতিক আইনের প্রতিবাদ করতে রাস্তায় নামতে চাইলেও প্রশাসনিক আইনের মালিকদের কাছ থেকে আপনাকে অনুমতি নিতে হবে আর আইন অমান্য করলে তো শাস্তিই ভোগ করবেন। এসব অর্থনৈতিক আর প্রশাসনিক আইনের পরিবর্তন বা সংস্কারের জন্য কাজ করাই যে এই সময়ের রাজনীতি, আমাদের বন্ধুরা যত তাড়াতাড়ি বুঝবেন, ততই মঙ্গল। অন্যথায় ভোগান্তি আরো দীর্ঘ থেকে দীর্ঘতরই হবে। বন্ধুরা কী ভাববেন? ভিন্নমত করবেন? আসেন আলাপ করি, তর্ককরি, আসেন পথ বের করি। ফেসবুক থেকে