শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাছ ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে ২১ দিনে ৮ হাজার কিলোমিটার বাইক চালিছেন ভারতের ৭৩ বছর বয়সী পরিবেশপ্রেমী নরেশ

সাইফুর রহমান : ২১ দিনের এই সফরে তার সঙ্গে ছিলো পানি, গাছ, কন্যা সন্তান রক্ষা ও ভূমিক্ষয় রোধে সচেতনতা সংক্রান্ত পোস্টার, ব্যানার এবং লিফলেট। যেখানে প্রিয়জনের নামে গাছের চারা লাগানো এবং তা রক্ষা করার কথা বলা হয়েছে। নিউজ১৮, আনন্দবাজার

এসময় তিনি দক্ষিণ এবং পূর্ব ভারতের ৯টি রাজ্য পাড়ি দিয়ে অন্তত ১০০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আঞ্চলিক ভাষায় লেখা ব্যানার, লিফলেটে গাছ ও পরিবেশ রক্ষার বার্তা দিয়েছেন। তার উদ্যোগে ইতোমধ্যে গুজরাটের শতাধিক স্কুল শিক্ষার্থী বৃক্ষরোপণ প্রকল্পে অংশ নিয়েছে। এছাড়াও প্রতি শুক্র-শনিবার আহমেদাবাদের বিভিন্ন স্কুলে পরিবেশ রক্ষা বিষয়ে ক্লাসও নেন তিনি।

পরিবেশ সচেতনতায় ৪০ বছর ধরে কাজ করা আহমেদাবাদ ট্রাফিক পুলিশের সাবেক এই সহকারী কমিশনার নরেশ প্যাটেল ১৩ বছর আগে চাকরি থেকে অবসর নেন। সমুদ্রের পাড় ঘেঁষে মোটরবাইক চালিয়ে গাছ ও বাস্তুতন্ত্র ধ্বংস নিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেন তিনি।
কন্যাসন্তান জন্ম নিলে তার নামে ১১টি গাছ লাগানোর বার্তা নিয়ে পথে নেমেছিলেন নরেশ। সোমবার ব্যারাকপুরে থ্যালাসেমিয়া সচেতনতার প্রচারে আয়োজিত একটি মোটর শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি বলেন, ‘বয়সটা সংখ্যা মাত্র’। নিজের ইচ্ছাশক্তির কাছে বয়স কিংবা ভাষা কোনাটাই অন্তরায় হতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়