শরীফ শাওন : সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদন অনুসারে, সবচেয়ে কম খরচে বসবাসযোগ্য দেশ পাকিস্তান, তার পরই আফগানিস্তান ও ভারত। তবে বসবাসে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ হল সুইজারল্যান্ড। এ তালিকায় ইউরোপের ৯টি, এশিয়ার ৫টি, উত্তর আমেরিকার ১টি,আফ্রিকার ১ টি, ক্যারিবিয়ান ২টি এবং ওশেনিয়া অঞ্চলের ২টি দেশ রয়েছে।
এর মধ্যে দ্বিতীয় ব্যবহুল দেশ নরওয়ে, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ জাপান, পঞ্চম ডেনমার্ক, ষষ্ঠ বাহামাস, সপ্তম লুক্সেমবার্গ, অষ্টম ইসরায়েল, নবম সিঙ্গাপুর এবং দশম দক্ষিণ কোরিয়া। সূত্র : সমকাল