শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিপি নুর জানালেন ভবিষ্যত পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট : আর মাত্র ৩৬ দিন গেলে শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়াদ। এই পাঁচ সপ্তাহ পার হলে গঠণতন্ত্র অনুযায়ী বর্তমান সংসদ আর কার্যকর থাকবে না। তবে নতুন করে নির্বাচন নিয়ে বিশ্ববিদালয় প্রশাসন বা ছাত্র সংগঠনগুলোর তেমন আগ্রহ চোখে পড়ছে না। সময়টিভি

গেল এক মেয়াদের ভিপি নুরুল হক নুর স্বাভাবিক কার্যক্রমে নানাভাবে বাধাগ্রস্ত হয়েছেন। তাই ভবিষ্যতে আর নির্বাচন করতে চান না তিনি। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছে নুর।

প্রায় তিরিশ বছর বন্ধ থাকার পর ২০১৮ সালে নির্বাচনের বিজয়ী হন নুর। জিএস পদে বিজয়ী হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাপ রাব্বানী। ভিপি পদে বিজয়ী নুরুল হক কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা হিসেবে পরিচিত। তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচন করেন।

নুর বলেন, আমি ডাকসুতে নতুন নেতৃত্ব দেখতে চাই। আমি চাই নতুন কেউ এই পদে আসুক। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে ছাত্রসংসদের সবচেয়ে বড় পদে আমি নির্বাচন করে জয়ী হয়েছি। তাই আবার একই পদে নির্বাচন করার ইচ্ছা আমার নেই।

তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও ছাত্ররা ভোট দিয়ে আমাকে ভিপি নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। আমি ভিপি হওয়ার আগেও সাধারণ ছাত্রদের দাবির প্রতি সোচ্চার ছিলাম, ভিপি হওয়ার পরও ছিলাম, ভবিষ্যতেও থাকব।

তবে নুর নির্বাচনে অংশ না নিলেও প্রতিযোগিতা করবে তার নেতৃত্বধীন সংগঠন ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। এবারও এই প্যানেল নির্বাচনে অংশ নেবে বলে জানান তিনি।

তবে পরিষদ থেকে নুরের জায়গা কে প্রার্থী হবেন তা এখনো নিশ্চিত নয়। নুর বলেন, এখনও এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণে অনেক কার্যকর নেতৃত্ব আছে, তাদের মধ্য থেকেই একজন ভিপি পদে নির্বাচন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়