শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব না থাকায় ইতিবাচক দেখছেন জিম্বাবুয়ের অধিনায়ক

শিউলী আক্তার : জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় আইসিসির নিষেধাজ্ঞা ভোগ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার নিষেধাজ্ঞার পর বাংলাদেশে সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে। সাকিববিহীন বাংলাদেশের সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। দেশের সেরা তারকা না খেলায় ইতিবাচক দেখছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

যদিও একইসাথে নিজের দলের অনুপস্থিত ক্রিকেটারদের জন্য আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে। তবুও আরভিন মনে করেন, নিজেদের সামর্থ্যের সবটুকু পূরণ করলে সাকিবের অনুপস্থিতির সুবিধা আদায় করে নিতে পারবে তার দল।

বাংলাদেশে এসে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে আরভিন বলেন, ‘সাকিব খেলছে না, এটা আমাদের জন্য ভালো দিক। অবশ্যই, বিগত কয়েক বছর ধরেই সে বাংলাদেশ দলের শক্তিমত্তার মূল অংশ। তার অনুপস্থিতি তাই আমাদের জন্য ইতিবাচক। তবে আমাদের মনোযোগ দিতে হবে নিজেদের শক্তির জায়গায়। সিন উইলিয়ামস, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারাকে আমরা পাচ্ছি না। তারা আমাদের জন্য বড় খেলোয়াড়। তবে অন্যদের জন্য তাদের অনুপস্থিতি সুযোগ করে দিয়েছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচটি টেস্ট জয়ের চারটি ম্যাচেই ছিলেন সাকিব। তার অনুপস্থিতি তাই স্বাগতিক দলের জন্য দুশ্চিন্তার বিষয় হয়েই থাকছে। প্রসঙ্গত, সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৯ অক্টোবর। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগপর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে পারবেন না বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়