শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের বাইরে যেসব দেশে সংক্রমণ ছড়িয়েছে প্রাণঘাতী কোভিড-১৯

মশিউর অর্ণব: রোববার পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চীনে মৃত্যুবরণ করেছেন মোট ১৬৬৯ জন। চীনের বাইরে এখন পর্যন্ত হংকং, ফিলিপাইন, জাপান ও ফ্রান্সে ১ জন করে কোভিড-১৯ আক্রান্ত রোগী মারা গিয়েছেন। আগের দিনের চেয়ে ২০০৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮,৫০০ তে। বিবিসি

চীনের মূল ভূখণ্ডের বাইরে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা জাপানে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৮৬ জন। কোভিড-১৯ এ আক্রান্ত যাত্রীদের নিয়ে ইয়োকোহামা বন্দরে নোঙর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের কারণেই জাপানে এতো ব্যাপক সংখ্যায় ছড়িয়েছে ভাইরাসটি। চীন ও জাপানের পর তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা সিঙ্গাপুরে ৫৮ জন।

এরপর পর্যায়ক্রমে থাইল্যান্ডে ৩৩ জন, দক্ষিণ কোরিয়ায় ২৮ জন, মালয়েশিয়ায় ১৯ জন, তাইওয়ানে ১৮ জন, জার্মানিতে ১৬ জন, ভিয়েতনামে ১৬ জন, অস্ট্রেলিয়ায় ১৫ জন, আমেরিকায় ১৫ জন, ফ্রান্সে ১১ জন, যুক্তরাজ্যে ৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৮ জন ও কানাডায় ৭ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ভারত, ফিলিপাইন ও ইতালিতে ৩ জন করে কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। স্পেন ও রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ জন।

এছাড়াও ১ জন করে কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে কম্বোডিয়া, ফিনল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, সুইডেন ও বেলজিয়াম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়