শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা থেকে খেলোয়াড় উঠে না আসার কারণ জানালেন সংশ্লিষ্টরা

নিজস্ব প্রতিবেদক : এক সময়ে জাতীয় দলের অনেক খেলোয়াড় ছিলো যারা কিনা ঢাকা থেকে উঠে আসতো। কিন্তু বর্তমান সময়ে এটি দেখা যায় না। সদ্য শেষ হওয়া যুব বিশ্বকাপে দেখা গেছে একাদশের ১১ জনের ৮ জনই উত্তরবঙ্গের। বাকিগুলোও ঢাকার বাইরে। কিন্তু ঢাকার কোনো খেলোয়াড় না থাকার কারণ কি খুঁজলে উঠে আসে নানা অব্যবস্থাপনা ও ক্রিকেটকে বাণিজ্যিকীকরণের কারণ। তবে সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিচর্যা করলে ঢাকা হবে ক্রিকেটার তৈরির আঁতুড়ঘর।

এ প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, প্লেয়ার তৈরির জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ হচ্ছে না। তাছাড়া ঢাকায় মাঠ নেই। এটা একটা বড় সমস্যা।

তবে এক সময় গল্পটা ভিন্ন ছিলো। মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অপি, শরীফরা, শাহাদাত হোসেন সবাই উঠে এসেছেন ঢাকা থেকে। এক তাসকিন আহমেদ ছাড়া বর্তমানে বড় কোনো মুখ উঠে আসেননি এ রাজধানী থেকে। যা পোড়ায় ঢাকার সাবেক পেসার শরীফকে।

তিনি বলেন, তখন যতটুকু সুযোগ ছিলো ততটুকু কাজে লাগিয়েই সাফল্য এসেছে। এখন সে কাঠামোটা নেই। ঢাকার ক্রিকেট একাডেমিগুলোর অর্থ আছে। মাঠ যা আছে তা দিয়েই ক্রিকেটার উঠিয়ে নিয়ে আসার একটা পথ বাতলে দিলেন সাবেকরা।

তারা বলেন, মান যাচাই করতে হবে। একটা সিস্টেমে আনতে হবে। শুধু ব্যবসা করলে চলবে না। খেলোয়াড়ও তৈরি করতে হবে।

নানা প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য পাওয়া ক্রিকেট ক্লাবগুলোর চুম্বক অংশই ঢাকার। কিন্তু তা অন্য জেলার ক্রিকেটারদের ধার করে। সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে গলির ক্রিকেটারই হবে একদিন দেশের ক্রিকেটের বড় নাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়