সাইফুর রহমান : কিছুদিন আগে তার ছেলে এডিনহো মন্তব্য করেছিলেন, বার্ধক্যের কারণে তিনি ঘর থেকে বের না হয়ে বরং নিভৃতে থাকতেই স্বাচ্ছন্দ বোধ করছেন। এমন ভঙ্গুর স্বাস্থ্য নিয়ে বাইরে বেরোতে রীতিমতো অস্বস্তিও বোধ করছেন ব্রাজিলের তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য পেলে।
তার ছেলের দাবি, কোমরে সমস্যা থাকায় হাঁটার জন্য ফ্রেম ব্যবহার করতে হয়, আর এনিয়েই মূলত তিনি বিব্রত। ইয়ন, বিবিসি, দি গার্ডিয়ান
এর জবাবে বৃহস্পতিবার ব্রাজিলীয় স্পোর্টস ওয়েবসাইটে দেয়া এক স্বাক্ষাৎকারে পেলে বলেন, এ ধরণের স্বাস্থ্য সমস্যা আমার বয়সী মানুষের জন্য খুবই স্বাভাবিক। তিনি বলেন, ‘আমার শারীরিক সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ ভালোভাবে জীবনযাপনের চেষ্টা করছি আমি। ’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমি যা করছি তা দৃঢ়সঙ্কল্প ও আত্মবিশ্বাস নিয়েই করছি। আমার ব্যস্ত সূচীতে থাকা নিয়মিত দায়িত্বগুলো আমি এড়িয়ে যাচ্ছি না।’ এছাড়া স্পন্সরদের জন্য কাজ করা ও ফটোশুটের বাইরেও নিজের ফুটবল জীবন নিয়ে নির্মাণাধীন চলচ্চিত্রে এক ব্রিটিশ পরিচালককে সাহায্য করছেন বলেও জানান তিনি।