শাহানুজ্জামান টিটু : শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের ফোনের বিষয়ে জানতে চাইলে তিনি এমন্তব্য করেন। তবে তিনি সরকারের কাছে আহবান জানান, মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি দাবি অন্য কোনো রাজনীতি না করা হয়।
তিনি বলেন, আমরা ম্যাডামের মুক্তির দাবি জানাচ্ছি। বিভিন্নভাবে কথা বলছি। সারা দেশবাসী তার মুক্তি কামনা করছেন। তার পরিবারের পক্ষ থেকে অ্যাডভান্স চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। বাকি প্রশ্নগুলি সব অবান্তর। কথা একটাই দেশনেত্রীর শরীরের অবস্থা গুরুতর। তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকেই আবেদন করা হয়েছে। সরকারের এখন এগুলো নিয়ে অন্য কোনো রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া উচিত।
এসময় পুনরায় ওবায়দুল কাদেরের ফোনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিক ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে চলে যান।
এর আগে খালেদা জিয়ার আইনজীবীদের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন। তারা আগামী সপ্তাহে পুনরায় জামিনের আবেদন করার সিদ্ধান্ত নেন।