শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপ অর্জনে বাংলাদেশকে পরের ধাপে নিয়ে যাবে, মনে করছেন সাবেক ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : যুব দলের হাত ধরে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। এই জয়ে দেশের ক্রিকেটকে আরো একধাপ উপরে নিয়ে যাবে বলে বিশ্বাস এদেশের সাবেক ক্রিকেটারদের। প্রায় দুই যুগ আগের সেই দিক পাল্টে দেয়া টুর্নামেন্টে বাংলাদেশ দলে থাকা আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও নাইমুর রহমান দুর্জয়দের বিশ্বাস এমনই।

১৯৯৭ সালের সেই আইসিসি ট্রফি দিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিলো বাংলাদেশ। এর তিন বছর পর ২০০০ সালে পায় টেস্ট মর্যাদা। দেশের ক্রিকেটে যা ছিলো সবচেয়ে বড় পাওয়া। এবার যুবাদের হাত ধরে এলো ক্রিকেটের বৈশ্বিক কোনো টুর্নামেন্টে দেশের প্রথম শিরোপা।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘সব অর্জনই কিন্তু একটা দেশকে উপরে তোলার ভিত হিসেবে কাজে লাগে। ১৯৯৭ সালে যখন আমরা ওয়ানডে স্ট্যাটাস পেলাম, এরপর ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেলাম। অনেকগুলো ভালো ক্রিকেটার পেয়েছি। এখন মনে করেন অনূর্ধ্ব ১৯ দলের এরা এতো বড় একটা অর্জন করলো, অবশ্যই এটা বাংলাদেশকে উপরে তোলার জন্য খুব বড় একটা কাজ করবে।’

মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘এটা আমাদের জন্য বড় একটি অর্জন। অনেক বড় সম্মান। এটাকে ধরে রাখতে হবে আমাদের। অনেক গর্ববোধ করছি।’
প্রথম টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের ভাষ্য, ‘এই গ্রুপ থেকে ভবিষ্যতের জন্য ক্রিকেটার তৈরি করতে হবে। এই সাফল্যকে কাজে লাগাতে হবে। আমি আশা করছি, আন্তর্জাতিক পর্যায়েও এই অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়