শিরোনাম
◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুব বিশ্বকাপ অর্জনে বাংলাদেশকে পরের ধাপে নিয়ে যাবে, মনে করছেন সাবেক ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : যুব দলের হাত ধরে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। এই জয়ে দেশের ক্রিকেটকে আরো একধাপ উপরে নিয়ে যাবে বলে বিশ্বাস এদেশের সাবেক ক্রিকেটারদের। প্রায় দুই যুগ আগের সেই দিক পাল্টে দেয়া টুর্নামেন্টে বাংলাদেশ দলে থাকা আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও নাইমুর রহমান দুর্জয়দের বিশ্বাস এমনই।

১৯৯৭ সালের সেই আইসিসি ট্রফি দিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিলো বাংলাদেশ। এর তিন বছর পর ২০০০ সালে পায় টেস্ট মর্যাদা। দেশের ক্রিকেটে যা ছিলো সবচেয়ে বড় পাওয়া। এবার যুবাদের হাত ধরে এলো ক্রিকেটের বৈশ্বিক কোনো টুর্নামেন্টে দেশের প্রথম শিরোপা।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘সব অর্জনই কিন্তু একটা দেশকে উপরে তোলার ভিত হিসেবে কাজে লাগে। ১৯৯৭ সালে যখন আমরা ওয়ানডে স্ট্যাটাস পেলাম, এরপর ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেলাম। অনেকগুলো ভালো ক্রিকেটার পেয়েছি। এখন মনে করেন অনূর্ধ্ব ১৯ দলের এরা এতো বড় একটা অর্জন করলো, অবশ্যই এটা বাংলাদেশকে উপরে তোলার জন্য খুব বড় একটা কাজ করবে।’

মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘এটা আমাদের জন্য বড় একটি অর্জন। অনেক বড় সম্মান। এটাকে ধরে রাখতে হবে আমাদের। অনেক গর্ববোধ করছি।’
প্রথম টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের ভাষ্য, ‘এই গ্রুপ থেকে ভবিষ্যতের জন্য ক্রিকেটার তৈরি করতে হবে। এই সাফল্যকে কাজে লাগাতে হবে। আমি আশা করছি, আন্তর্জাতিক পর্যায়েও এই অভিজ্ঞতা আমাদের সাহায্য করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়