শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব থেকে ফিরলেন‌ আরও শতাধিক বাংলাদেশি!

তরিকুল ইসলাম : বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টা ২০ মিনিটে সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্সে (এসভি-৮০৪) দেশে ফেরেছেন ১০২ জন বাংলাদেশি। শুন্যহাতে দেশে ফিরতে হয়েছে তাকে।এদের অনেকেই ফিরেছেন শুধু পরনের পোশাকটা নিয়ে।

প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগীতায় বরাবরের মতো গতকালও ফেরত আসাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে জরুরী সহায়তা প্রদান করা হয়।

মাত্র তিন মাস আগে চার লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেট জেলার ২০ বছরের যুবক মোহাম্মদ সেলিম (২০)। কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে ধরপাকড়ে পড়ে শুন্যহাতে দেশে ফিরতে হয়েছে তাকে।

সেলিম বলেন, কোনো কারণ ছাড়াই রাস্তা থেকে গ্রেপ্তার করেন পুলিশ। কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে ধরে ফেরত পাঠানো হয়।

সেলিমের সাথে একই পরিস্থিতির শিকার হয়ে শুন্যহাতে দেশ ফিরতে বাধ্য হলেন সিলেটের আনহার। ১৪ মাস আগে তিনি গিয়েছিলেন সৌদি। একই জেলার দুলাল মিয়া, মিন্নাত আলী, জামিল আহাম্মেদ, মিনু রহমান, আনোয়ারসহ অনেকেই ফিরেছেন গতকাল।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাইফুল ইসলাম বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ করে জানান, কোম্পানিতে কাজের কথা বলে পাঠানো হয়েছিলো সৌদি আরবে কিন্তু তিনিও ফিরেছেন শুন্যহাতে। কোনো অপরাধ ছাড়াই দেশে ফেরত পাঠানো হয়েছে। রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করার কথা জানান তিনি।

চলতি বছরে সৌদি থেকে ১৭৫ নারীসহ প্রায় ৪ হাজার বাংলাদেশি ফিরেছেন। আর প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী ২০১৯ সালে মোট ৬৪ হাজার ৬৩৮ কর্মী দেশে ফিরেছেন যাদের পরিচয় ডিপোর্টি।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, এই যে মানুষগুলো প্রতিদিন ফেরেন তাদের কথা শোনারও যেন কেউ নেই। রোজ রোজ আমরা তাদের দুর্ভোগের কথা শুনি। একেকজন তাদের ধরে ফেরত পাঠানোর যে বর্ণনা দেন তাতে মনে হয় মানুষ নয় গরু-ছাগল বেঁধে ফেরত পাঠাচ্ছে। মধ্যবয়সী এক লোক কাল রাতে বিমানবন্দরে আমাকে কাঁদতে কাঁদতে বললেন, আমরা কী মানুষ না। আমার মনে হয় সরকার ও রিক্রটিং এজেন্সির লোকজন যদি একদিন এসে এইসব মানুষদের কথা শুনতেন। ফেরত আসা লোকদের কথা শুনে বিমানবন্দরেই ঘটনার বিবরণ নিয়ে তদন্ত করা উচিত। কারা তাদের এভাবে বিদেশে পাঠাচ্ছে আর সৌদি আরবই বা কেন তাদের সাথে এমন রূঢ় আচরণ করছে। এর একটা সমাধান হওয়া দরকার।

তিনি আরো বলেন, ফেরত আসা প্রবাসীদের আমরা শুধু বিমানবন্দরে সহায়তা দিয়েই দায়িত্ব শেষ করছি না, তারা যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্য কাউন্সিলিং, দক্ষতা প্রশিক্ষণ ও আর্থিকভাবেও পাশে থাকার চেষ্টা করছি। তবে এই যে প্রতিদিন যারা ফেরে বছরে যে গড়ে অন্তত ৫০ হাজার লোক ফেরে তাদের পাশে আমরা সবাই মিলে কীভাবে দাঁড়াবো তার একটা কর্মকৌশল জরুরী। সরকারি ও বেসরকারি সংস্থা সবাই মিলে কাজটি করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়