শাহীন খন্দকার: বৃহস্পতিবার সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ জানালেন, উন্নত মানের বীজ, বালাই দমন প্রক্রিয়া, ফুল চাষের প্রশিক্ষণ, উৎপাদিত ফুল বাজারজাত করণের জন্য সরকারিভাবে কোল্ড ভ্যান সরবরাহসহ বিভিন্ন সহযোগিতা করছে ।
তিনি বলেন, সাভারের বিরুলিয়া ও তেঁতুলঝড়া ইউনিয়নে প্রায় ৩০ থেকে ৩৫টি গ্রামের প্রায় ৩০০ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। এ মৌসুমে প্রায় ৩ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এদিকে ফুল চাষী আলামিন শিকদার জানান, বৈরী আবহাওয়ার কারণে গত বছরের চেয়ে এবার ফুলের উৎপাদন কম হয়েছে। তবে পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও বিশ্বমাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের চাহিদা বেশি থাকায় অধিক লাভের আশা করছেন এখানকার চাষিরা।
সাভারের ফুল চাষীরা এবার বাড়ীর আঙিনা ছেড়ে একরের পর একর ফসলের জমিতে চাষ করছে গোলাপ ফুলের। এখানকার ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন বিভিন্ন জেলা উপজেলার ভ্রবণবিলাসী মানুষেরা। এবার ফুলের চাহিদা মেটাতে যশোরের ঝিকরগাছার গদখালীর পরেই সাভারের গোলাপফুল দিগন্তজুড়ে দেশের বাজার গুলোতে চাহিদা পুরণ করছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী