শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে স্বাস্থ্য সহকারীদের হাম রুবেলা প্রশিক্ষণ বর্জন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টেকনিক্যাল স্কেল ও পদমর্যাদার দাবিতে হাম রুবেলা টিকা ও সকল প্রশিক্ষণ বর্জন করেছে মুক্তাগাছা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ। এতে করে আগামী ২৯ তারিখে সারা দেশে হাম রুবেলা টিকা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কর্মবিরতি সভায় এ ঘোষণা দেন তারা।

এ সময় তারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর প্রশিক্ষণ বর্জনের লিখিত আবেদনও দেন।

বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশ মুক্তাগাছা শাখার সাধারণ সম্পাদক শামসুল হক জানান, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকা সারা দেশে এই কর্মসূচি চলছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২২তারিখ থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।

তিনি আরো বলেন, ২০১৮সালে প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছেন। কিন্তু এটা এখনো বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হলে সামনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

এসময় উপজেলার প্রায় ৩০জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা : আলআমিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়