আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টেকনিক্যাল স্কেল ও পদমর্যাদার দাবিতে হাম রুবেলা টিকা ও সকল প্রশিক্ষণ বর্জন করেছে মুক্তাগাছা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ। এতে করে আগামী ২৯ তারিখে সারা দেশে হাম রুবেলা টিকা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কর্মবিরতি সভায় এ ঘোষণা দেন তারা।
এ সময় তারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর প্রশিক্ষণ বর্জনের লিখিত আবেদনও দেন।
বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশ মুক্তাগাছা শাখার সাধারণ সম্পাদক শামসুল হক জানান, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকা সারা দেশে এই কর্মসূচি চলছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২২তারিখ থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।
তিনি আরো বলেন, ২০১৮সালে প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছেন। কিন্তু এটা এখনো বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হলে সামনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
এসময় উপজেলার প্রায় ৩০জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা : আলআমিন