শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে স্বাস্থ্য সহকারীদের হাম রুবেলা প্রশিক্ষণ বর্জন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টেকনিক্যাল স্কেল ও পদমর্যাদার দাবিতে হাম রুবেলা টিকা ও সকল প্রশিক্ষণ বর্জন করেছে মুক্তাগাছা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ। এতে করে আগামী ২৯ তারিখে সারা দেশে হাম রুবেলা টিকা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে কর্মবিরতি সভায় এ ঘোষণা দেন তারা।

এ সময় তারা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর প্রশিক্ষণ বর্জনের লিখিত আবেদনও দেন।

বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশ মুক্তাগাছা শাখার সাধারণ সম্পাদক শামসুল হক জানান, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকা সারা দেশে এই কর্মসূচি চলছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২২তারিখ থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।

তিনি আরো বলেন, ২০১৮সালে প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছেন। কিন্তু এটা এখনো বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হলে সামনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

এসময় উপজেলার প্রায় ৩০জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা : আলআমিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়