মাসুদ আলম: বুধবার বিকেলে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে মোড়ক উন্মোচন মঞ্চে ‘নিমগ্ন নির্জন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে একথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, সেই দুরূহ কাজটি সুদীপ (লেখক) সময় নিয়ে অনেক পরিশ্রম করে বইটি লিখেছেন। আপনারা বইটি পড়বেন। আর এতে গঠনমূলক ত্রæটি থাকলে সমালোচনা করে শুধরে নেওয়ার সুযোগ দিবেন। আমি তার (লেখক) সাফল্য কামনা করছি।
নিমগ্ন নির্জন কাব্যগ্রন্থের লেখক সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমরা জননিরাপত্তায় নিয়োজিত থেকে একটা জিনিস হৃদয় দিয়ে অনুভাব করি আমরা এই সমাজ থেকে উঠে এসেছি। আমাদের ভেতরও আবেগ খেলা করে। মানবিকতা ও মনুষ্যত্ব নিয়ে আমরা পেশাগতভাবে চর্চা করি। এটি আমার তৃতীয় বই। আশা করি বইটি আপনাদের ভালো লাগবে।
সুদীপ ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের ডিসি।