আবু সুফিয়ান রতন : সৈকত নাসির পরিচালিত ‘আকবর : ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমায় ভিন্ন লুক নিয়ে হাজির হচ্ছেন এই তারকা। ইতোমধ্যে ইমনের লুকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সৈকত নাসির। সেখানে ইমনের চোখে সানগ্লাস, চুলের গেটআপ, গোঁফসহ লুকে দেখা যাচ্ছে দারুণ পরিবর্তন। এই লুক সেটআপের জন্য ভারতেও গিয়েছিলেন এই তারকা।
এ প্রসঙ্গে ইমন বলেন, ‘আকবর’ সিনেমায় অন্য এক ইমনকে দর্শকরা পাবেন। এরইমধ্যে সিনেমার টাইটেল গানের শুটিং হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।
এ সিনেমার জন্য পুরো প্রস্তুতি নিয়েই কাজ করছি। ঢাকার গ্যাং কালচার নিয়ে সিনেমার কাহিনী এগিয়েছে। আসছে ১৬ই ফেব্রুয়ারি থেকে এ সিনেমার বাকি কাজ শুরু হবে। ছবিটি নিয়ে আমি আশাবাদী। এ সিনেমায় ইমনের বিপরীতে অভিনয় করছেন ববি। প্রথমবার তাদেরকে একফ্রেমে দর্শকরা দেখতে পাবেন। সিনেহল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন ফারুক রিজভী। ‘আকবর : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ ছবিটির গল্প লিখেছেন রণক ইকরাম। চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবু এবং সংলাপ আসাদ জামানের।