শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদি জি, দয়া করে আমাদের রক্ষা করুন, জাপানে কোয়ারান্টাইনে থাকা প্রমোদতরীর নাবিকদের আকুতি(ভিডিও)

সিরাজুল ইসলাম: সোমবার ডায়মন্ড এক্সপ্রেসের নাবিকরা ভিডিওতে এ আকুতি জানান। এদিন আরও ৬৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। এনডিটিভি

জাপানের একটি বন্দরে ৫ ফেব্রুয়ারি থেকে প্রমোদতরীটি নোঙর করে রাখা হয়েছে। নাবিকদের মধ্যে ১৬০ জন ভারতীয়। যাত্রী রয়েছেন তিন হাজার ৭০০ জন।

বিনয় কুমার সরকার নামে উত্তরবঙ্গের এক বাবুর্চি রয়েছেন সেখানে। তিনি সরকারের নজর কাড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য নিয়েছেন। হিন্দিতে তিনি বলেন, জাহাজটি আতঙ্কে পরিপূর্ণ। ভারতীয়দের ছেড়ে দিতে তিনি জাতিসংঘেরও সহায়তা চান। ভিডিওতে তিনিসহ পাঁচজনকে সাদা মাস্ক পরে থাকতে দেখা গেছে। তিনি বলেন, তাদের কারো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি।

তিনি বলেন, দয়া করে যত দ্রুত সম্ভব আমাদের রক্ষা করুন। আমাদের কিছু একটা হয়ে যেতে পারে। আমাদের দয়া করে নিরাপদে বাড়িতে ফিরিয়ে নিন।

প্রমোদতরীটি ২০ জানুয়ারি জাপানের ইকোহামা ছেড়ে যায়। ২৫ জানুয়ারি একজন যাত্রী হংকংয়ে নেমে যান। ২ ফেব্রুয়ারি জাহাজটিতে খবর আসে, ওই লোকটির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

এ পর্যন্ত ১৩০ যাত্রীর শরীরে করোনা ভাইরাস ধরে পড়েছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটিকে সেখানে থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়