শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদি জি, দয়া করে আমাদের রক্ষা করুন, জাপানে কোয়ারান্টাইনে থাকা প্রমোদতরীর নাবিকদের আকুতি(ভিডিও)

সিরাজুল ইসলাম: সোমবার ডায়মন্ড এক্সপ্রেসের নাবিকরা ভিডিওতে এ আকুতি জানান। এদিন আরও ৬৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। এনডিটিভি

জাপানের একটি বন্দরে ৫ ফেব্রুয়ারি থেকে প্রমোদতরীটি নোঙর করে রাখা হয়েছে। নাবিকদের মধ্যে ১৬০ জন ভারতীয়। যাত্রী রয়েছেন তিন হাজার ৭০০ জন।

বিনয় কুমার সরকার নামে উত্তরবঙ্গের এক বাবুর্চি রয়েছেন সেখানে। তিনি সরকারের নজর কাড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য নিয়েছেন। হিন্দিতে তিনি বলেন, জাহাজটি আতঙ্কে পরিপূর্ণ। ভারতীয়দের ছেড়ে দিতে তিনি জাতিসংঘেরও সহায়তা চান। ভিডিওতে তিনিসহ পাঁচজনকে সাদা মাস্ক পরে থাকতে দেখা গেছে। তিনি বলেন, তাদের কারো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি।

তিনি বলেন, দয়া করে যত দ্রুত সম্ভব আমাদের রক্ষা করুন। আমাদের কিছু একটা হয়ে যেতে পারে। আমাদের দয়া করে নিরাপদে বাড়িতে ফিরিয়ে নিন।

প্রমোদতরীটি ২০ জানুয়ারি জাপানের ইকোহামা ছেড়ে যায়। ২৫ জানুয়ারি একজন যাত্রী হংকংয়ে নেমে যান। ২ ফেব্রুয়ারি জাহাজটিতে খবর আসে, ওই লোকটির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

এ পর্যন্ত ১৩০ যাত্রীর শরীরে করোনা ভাইরাস ধরে পড়েছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটিকে সেখানে থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়