মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মেসে ডেকে এনে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় গ্রেপ্তার একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহফুজুর রহমান সারদকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালত-৫ এর শুনানি শেষে বিচারক সেলিম রেজা তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ধর্ষণ ও তার ভিডিও ধারণের ঘটনার মামলায় মাহফুজুর রহমানের তিনদিনের রিমান্ড চেয়ে রোববার আদালতে আবেদন করা হয়েছিলো। সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিকেলে তাকে থানা হেফাজতে নেয়া হবে বলে জানান ওসি।
মামলার বরাত দিয়ে মতিহার থানার (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অর্থনিতি বিভাগের ২য় বর্ষের ছাত্র মাহফুজুর সারদ (২২) তার রাবির এক ছাত্রী বান্ধবিকে বেড়াতে যাওয়ার কথা বলে কাজলা সাঁকপাড়া এলকায় তার মেসে এনে জোর পূর্বক ধর্ষণ করে।
এসময় পূর্ব পরিকল্পিতভাবে তার বন্ধু নগরীর বরেন্দ্র বিশ্ববিদ্যায়ের আইন বিভাগের ছাত্র প্লাবন সরকার, রাফসান, জয়, জীবন এবং বিশালকে দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। ধর্ষণের পরে ওই ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে তারা। তাদের দাবি টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে বলেও হুমকি দিয়ে গভীর রাতে ওই ছাত্রীকে ছেড়ে দেয় তারা। ধর্ষণের শিকার রাবি ছাত্রী বিষয়টি তার পিতা ও মাতাকে জানান। সম্পাদনা: জেরিন আহমেদ