শিরোনাম
◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় গণমাধ্যমে টাইগারদের জয়ের বন্দনা

শিউলী আক্তার : প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপা জিতছে বাংলাদেশ যুব দল। শক্তিশালী ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো জুনিয়র টাইগাররা। ফাইনালের মঞ্চে বৃষ্টি আইনে ৩ উইকেটে জয় পায় আকবর আলীর দল। আর এ ম্যাচ শেষে ভারতীয় ও বিশ্ব গণমাধ্যমে প্রশংসায় ভাসছে টাইগার যুবারা।

হিন্দুস্তান টাইমস লিখেছে, বিষ্ণুর পারর্ফম ম্লান করে ভারতকে হারিয়ে বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো।

ইন্ডিয়া টুডে শিরোনামে লিখেছে, বিষ্ণুই ভয় জয় করে বাংলাদেশ প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

এনডি টিভি তাদের শিরোনাম করেছে, বাংলাদেশ ভারতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

আনন্দবাজার লিখেছে, কাজে এলো না বিষ্ণুইর স্পেল, ইতিহাস গড়লো বাংলাদেশ।

জি নিউজ, সিংহের দেশে বাঘের গর্জন! ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বিশ্বকাপ ফাইনালে অসহায় আত্নসমর্থন ভারতের, ইতিহাসে বাংলাদেশ।

এই সময় লিখেছ, ইতিহাস লিখলেন ১১ বাঙালি, ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বজয়ী বাংলাদেশ।

কলকাতা ২৪ লিখেছে, গতবারের চ্যাম্পিয়ন ভারতে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ।

সংবাদ প্রতিদিন লিখেছে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাস, প্রথমবারের মতো বিশ্বজয়ের স্বাদ পেলো বাংলাদেশ।

ক্রিকবাজ লিখেছে, প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো।

স্কাই স্পোর্টস লিখেছে, প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো। সুপার স্পোর্ট শিরোনাম করেছে, বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

ক্রিকেটের সবচেয়ে বড় নিউজ পোর্টাল ক্রিকইনফো তাদের মূল শিরোনাম করেছে, আকবর আলী, শরিফুল ইসলামরা বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতালো।

আইসিসি তাদের পেজের মূল শিরোনামে লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক জয়ের মধ্যদিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিশ্চিত করলো।

বিবিসি লিখেছে, ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো বাংলাদেশ।

ডন লিখেছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের ৩ উইকেটের জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়