শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় গণমাধ্যমে টাইগারদের জয়ের বন্দনা

শিউলী আক্তার : প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপা জিতছে বাংলাদেশ যুব দল। শক্তিশালী ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো জুনিয়র টাইগাররা। ফাইনালের মঞ্চে বৃষ্টি আইনে ৩ উইকেটে জয় পায় আকবর আলীর দল। আর এ ম্যাচ শেষে ভারতীয় ও বিশ্ব গণমাধ্যমে প্রশংসায় ভাসছে টাইগার যুবারা।

হিন্দুস্তান টাইমস লিখেছে, বিষ্ণুর পারর্ফম ম্লান করে ভারতকে হারিয়ে বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো।

ইন্ডিয়া টুডে শিরোনামে লিখেছে, বিষ্ণুই ভয় জয় করে বাংলাদেশ প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

এনডি টিভি তাদের শিরোনাম করেছে, বাংলাদেশ ভারতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

আনন্দবাজার লিখেছে, কাজে এলো না বিষ্ণুইর স্পেল, ইতিহাস গড়লো বাংলাদেশ।

জি নিউজ, সিংহের দেশে বাঘের গর্জন! ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বিশ্বকাপ ফাইনালে অসহায় আত্নসমর্থন ভারতের, ইতিহাসে বাংলাদেশ।

এই সময় লিখেছ, ইতিহাস লিখলেন ১১ বাঙালি, ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বজয়ী বাংলাদেশ।

কলকাতা ২৪ লিখেছে, গতবারের চ্যাম্পিয়ন ভারতে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ।

সংবাদ প্রতিদিন লিখেছে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাস, প্রথমবারের মতো বিশ্বজয়ের স্বাদ পেলো বাংলাদেশ।

ক্রিকবাজ লিখেছে, প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো।

স্কাই স্পোর্টস লিখেছে, প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো। সুপার স্পোর্ট শিরোনাম করেছে, বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

ক্রিকেটের সবচেয়ে বড় নিউজ পোর্টাল ক্রিকইনফো তাদের মূল শিরোনাম করেছে, আকবর আলী, শরিফুল ইসলামরা বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতালো।

আইসিসি তাদের পেজের মূল শিরোনামে লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক জয়ের মধ্যদিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিশ্চিত করলো।

বিবিসি লিখেছে, ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো বাংলাদেশ।

ডন লিখেছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের ৩ উইকেটের জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়