সালেহ্ বিপ্লব : ইরান এবং আমেরিকার মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। যে কোনও মুহূর্তে বড় কিছু অঘটন ঘটে যেতে পারে দুদেশের মধ্যে। এই উত্তেজনার মধ্যেই তেহরানের সাইবার পরিকাঠামোতে ভয়াবহ সাইবার হামলা। যদিও সেই ভয়াবহ সাইবার হামলা রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সে দেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী হামিদ ফাত্তাহি। কলকাতা ২৪
উপমন্ত্রী বলেন, ভাড়াটে হ্যাকাররা ইরানের সাইবার কার্যক্রমের ইতিহাসে রোববার সবচেয়ে ভয়াবহ হামলা চলেছে লাখ লাখ উৎস থেকে ইরানের লাখ লাখ সাইবার কেন্দ্রকে টার্গেট করে এই হামলা চালানো হয়। এই হামলা সফল হলে ইরানের ইন্টারনেট নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারত।
তবে সাফল্যের সঙ্গে তা রুখে দিয়ে ইরানের বিজ্ঞানীরা নয়া পথ খুলে দিয়েছে বলে জানিয়েছেন হামিদ ফাত্তাহি। তবে ভয়াবহ এই সাইবার হামলার চালানোর পিছনে আমেরিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু এখনই বলতে পারা যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।