শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঁচিশ দেশের ৭৫ স্টল নিয়ে ফায়ার সেফটি এক্সপো শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি

সুজন কৈরী: ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আগামী ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (ইফসি) ২০২০ শুরু হচ্ছে। সপ্তম বারের মতো আয়োজিত এ এক্সপো উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এক্সপোর বিস্তারিত তুলে ধরে।

ইসাবের সভাপতি মো. মোতাহার হোসেন খান জানান, ইফসি২০২০-এ ফায়ার প্রোটেকশন, ফায়ার ডিটেকশন, সিসিটিভি এবং ভিডিও সার্ভিলেন্স, বিল্ডিং ম্যানেজমেন্ট, অ্যাক্সেস কন্ট্রোল, পাবলিক অ্যাড্রেস সিস্টেমসহ রেসকিউ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সংক্রান্ত আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শিত হবে। বিশ্বমানের এসব পণ্য বিক্রেতা ও সরবরাহকারীদের সঙ্গে ব্যবহারকারী ও ক্রেতাদের পরিচিতি লাভের একটি সর্বোত্তম প্লাটফর্ম এই এক্সপো। এবারের এক্সপোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, তাইওয়ান, তুরস্ক, ইউএই, পর্তুগাল, স্পেন, পোল্যান্ড, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতসহ ২৫টি দেশের বিভিন্ন ব্রান্ডের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি সরঞ্জাম প্রদর্শন করা হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, সেইফটি ও সিকিউরিটি জোরদারের ক্ষেত্রে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। দেশে বর্তমানে ৪১৪টি ফায়ার স্টেশন চালু আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলার ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রকল্পের কাজ শেষে ফায়ার স্টেশনের মোট সংখ্যা হবে ৫৬৫টি।

উল্লেখ্য, সরঞ্জাম প্রদর্শনীর পাশাপাশি এবারের এক্সপোতে চারটি বিশেষ সেমিনার থাকবে। মেলার প্রথম দিন বেলা ৩ টায় বাজেট-ফায়ার সেফটি এন্ড সিকিউরিটি, বিকেল সাড়ে ৪ টায় ডিজিটাল বাংলাদেশ এন্ড স্মার্ট সিটি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সমাপনী দিন সকাল সাড়ে ১০ টায় ফায়ার সেফটি ইস্যু ইন বাংলাদেশ : চ্যালেঞ্জ এন্ড ওয়ে ফরোয়ার্ড শিরোনামে বিশেষ রাউন্ড টেবিল অনুষ্ঠিত হবে। একই দিন বেলা আড়াইটায় এওয়ারনেস এন্ড ইমপোরটেন্স অব এএমসি (এনাউল মেইন্টেন্যান্স কন্ট্রাক্ট) এবং সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে ইলেট্রিক্যাল গ্যাসিয়াস এন্য ক্যামিক্যাল সেফটি বিষয়ক সেমিনার।

এছাড়া মেলার প্রথম দিন বেলা ২ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নি নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়