শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন ফেরত বাংলাদেশিরা স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে জানাতে পারছেন স্বাস্থ্য অধিদফতরে: ডা. আবুল কালাম

শাহীন খন্দকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পহেলা ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চীনের উহান প্রদেশ থেকে ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। চীন ফেরত বাংলাদেশীদের রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজ ক্যাম্পের ডরমিটরিতে কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হয়। সেখানে অবস্থানরত প্রত্যেকেই বৃহস্পতিবার থেকে নিজেদের সমস্যা সর্ম্পকে অবহিত করছেন বলে জানালেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ।

চীন ফেরত যাত্রীরা মোবাইল ফোন, ইমেইল ও ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের স্বাস্থ্যগত অসুবিধার কথা স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের জানাতে পারছেন। প্রথম দিকে এসব যাত্রীদের মধ্যে থেকে গ্রুপ লিডার বাছাই করে তার মাধ্যমে অন্যদের বিভিন্ন সমস্যার বিষয়ে তথ্য সংগ্রহ করা হতো। কিন্তু এ প্রক্রিয়ায় সঠিক তথ্য পাওয়ার বিষয়ে সমস্যা দেখা দেয়।

এ কারণে যাত্রীদের প্রত্যেকেই যাতে তাদের নিজেদের সমস্যার বিষয়ে প্রতিদিন জানাতে পারেন সেজন্য স্বাস্থ্য অধিদফতর তাদের যোগাযোগের জন্য মোবাইল ফোন, ইমেইল ও মেসেঞ্জার সেবা চালু করে। এর ফলে কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেকেই নিজ নিজ সমস্যা সম্পর্কে স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুব সহজে অবহিত করতে পারছেন।

বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এসব তথ্য জানান। তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে যোগাযোগের সুযোগ পেয়ে চীন ফেরত যাত্রীরা খুব খুশি। ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত সরাসরি চীন ও বিভিন্ন দেশ হয়ে চীনা নাগরিকসহ সর্বমোট ৭ হাজার ৮২৯ জন বাংলাদেশে প্রবেশ করেছেন। সর্বশেষ বৃহস্পতিবার সকালে চীন থেকে ১৩৬ জন দেশে ফিরেছেন। দেশে ফেরত যাত্রীদের মধ্যে ৫৭ জনের জ্বর ও কাশি থাকায় তাদের লালার নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু তাদের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মোট ৩১২ জনের মধ্যে বর্তমানে ৩০৩ জন হজ ক্যাম্পে রয়েছেন। বাকি ৯জনের মধ্যে ৮ জন সম্মিলিত সামরিক হাসপাতাল ও একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এখনো পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী বাংলাদেশে পাওয়া যায়নি বলে জানালেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়