শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উল্লাপাড়ায় মদ্যপ চালকের গাড়ির চাকায় প্রাণ গেলো কলেজ ছাত্রের

রায়হান আলী, উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকারের চাকায়পৃষ্ঠ হয়ে হৃদয় সাহা (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত হৃদয় পৌরসভাধীন ঝিকিড়া মহল্লার আকালু সাহার ছেলে এবং চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌরশহরের মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় পুলিশ চালক (ঢাকা মেট্রো-ঘ ১৮-২৭০২) ফজলুল হক (৩৫) কে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় হৃদয় পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় (মদ্যপান করে) নেশাগ্রস্থ ফজলুল হক তার প্রাইভেটকার চালিয়ে ওই পথে যাবার সময় হৃদয়কে চাপা দেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কারটি রাস্তাপার পাশের বিদ্যুতের খুঁটিতে সজরে আঘাত করলে খুঁটিটি ভেঙে যায়। এতে চালক ফজলুল হকও আহত হন। পরে পুলিশ ফজলুল হককে আটক করে থানায় নিয়ে আসে।

উল্লাপাড়া মডেল থানার ওসি (অপারেশন) গোলাম মোস্তফা জানান, গাড়ি (ঢাকা মেট্র ঘ ১৮-২৭০২) চালানোর সময় ফজলুল হক (৩৫) মদ্যপান করে মাতাল অবস্থায় ছিলেন।

ফজলুল হকের বাড়ি পিরোজপুরে। তিনি উল্লাপাড়ায় থাকেন। নিহত হৃদয়ের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়