শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে তাইজুলের ঘূর্ণিতে বিধ্বস্ত সৌম্য-সাইফরা

নিজস্ব প্রতিবেদক : পর্দা উঠেছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম আসরের। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মধ্যাঞ্চলের মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল। তাইজুল ইসলামের স্পিন জাদুতে প্রথম দিনেই ২১৩ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র দুই বল খেলার সুযোগ পেয়েছে পূর্বাঞ্চলের ওপেনাররা।

ম্যাচটিতে টস জিতে মধ্যাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পূর্বাঞ্চল অধিনায়ক মমিনুল হক। ব্যাটিং করতে নেমে দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার দেখেশুনে খেলা শুরু করেন। সাইফ একপ্রান্ত ধরে খেললেও সৌম্য ধীরে ধীরে নিজের সহজাত ব্যাটিং করতে থাকেন। তবে ১৬তম ওভারে এসে হাসান মাহমুদের বলে ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচ দিয়ে বসেন সৌম্য। ৪৭ বলে ৩৬ রান করে বিদায় নেন তিনি।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (১০) ফেরান আবু জায়েদ রাহি। রকিবুল হাসান (৪), মোহাম্মদ মিঠুন (৩) ও শুভাগত হোমও (৩) ব্যর্থ হয়ে ফিরে যান।
২১৪ বল খেলা সাইফের ব্যাটে আসে ৫৮ রান। ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কার মার। শেষদিকে তাইবুর রহমানের ৪৬ ও সোহরাওয়ার্দী শুভ'র ৩১ রানের সুবাদে দুইশ রানের গণ্ডি পার হয় মধ্যাঞ্চল।

পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে একাই পাঁচ উইকেট নেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন আবু জায়েদ রাহি ও নাঈম হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়