শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে তাইজুলের ঘূর্ণিতে বিধ্বস্ত সৌম্য-সাইফরা

নিজস্ব প্রতিবেদক : পর্দা উঠেছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম আসরের। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মধ্যাঞ্চলের মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল। তাইজুল ইসলামের স্পিন জাদুতে প্রথম দিনেই ২১৩ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র দুই বল খেলার সুযোগ পেয়েছে পূর্বাঞ্চলের ওপেনাররা।

ম্যাচটিতে টস জিতে মধ্যাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পূর্বাঞ্চল অধিনায়ক মমিনুল হক। ব্যাটিং করতে নেমে দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার দেখেশুনে খেলা শুরু করেন। সাইফ একপ্রান্ত ধরে খেললেও সৌম্য ধীরে ধীরে নিজের সহজাত ব্যাটিং করতে থাকেন। তবে ১৬তম ওভারে এসে হাসান মাহমুদের বলে ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচ দিয়ে বসেন সৌম্য। ৪৭ বলে ৩৬ রান করে বিদায় নেন তিনি।

এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (১০) ফেরান আবু জায়েদ রাহি। রকিবুল হাসান (৪), মোহাম্মদ মিঠুন (৩) ও শুভাগত হোমও (৩) ব্যর্থ হয়ে ফিরে যান।
২১৪ বল খেলা সাইফের ব্যাটে আসে ৫৮ রান। ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কার মার। শেষদিকে তাইবুর রহমানের ৪৬ ও সোহরাওয়ার্দী শুভ'র ৩১ রানের সুবাদে দুইশ রানের গণ্ডি পার হয় মধ্যাঞ্চল।

পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে একাই পাঁচ উইকেট নেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন আবু জায়েদ রাহি ও নাঈম হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়