মেহেরুবা শহীদ: হাঁটু ও লিগামেন্টের সমস্যার কারণে পর্তুগাল ও যুক্তরাজ্যের কয়েকটি কনসার্ট বাতিল করার পর বুধবার লন্ডনের ‘ম্যাডাম এক্স ওয়ার্ল্ড ট্যুর’ পারফর্ম করেন তিনি । হাঁটুতে গার্ড পরে আড়াই ঘণ্টার ঐ কনসার্টে হাইকিক, ইয়োগাধর্মী পারফর্ম করেন তিনি। এদিন রাতে তিনি প্যালাডিয়ামে উপস্থিত ২ হাজার ২৮৬ দশর্ককে মাতিয়েছেন। বিবিসি ও দ্য ডেইলি মেইল
এসময় মঞ্চে ম্যাডোনার সঙ্গে অংশ নিয়েছেন তার ৭ বছর বয়সী যমজ কন্যা স্টেলা ও এনস্টার এবং ২৫ বছর বয়সী প্রেমিক আহলামিক উইলিয়ামসও। অনুষ্ঠানে ৬১ বছর বয়সী পপ সম্রাজ্ঞী বলেন, ‘লন্ডনে অনুষ্ঠান হবে আর আমি আসবো না, তা কি হয়? এই আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত।’