মাসুদ আলম: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সজীব নামে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ট্রাফিক পশ্চিম বিভাগের ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক জানান, তামিম ইসলাম ও বাদল নামের দুইজন বাণিজ্য মেলায় ঘোরাঘুরির সময় তাদের পথ আটকিয়ে সজীব ও তার তিন সহযোগী নিজেদের ডিবি পুলিশের পরিচয় দেয়। তারা তল্লাশীর কথা বলে দর্শনার্থী দুই জনের পকেট চেক করে মোবাইল ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।বিষয়টি দেখতে পেয়ে বিপ্লব সার্জেন্ট মোহাম্মদ আলী আহম্মদকে নিয়ে সজীবকে গ্রেপ্তার করে।এ সময় অপর সহযোগীরা পালিয়ে যায়।সজিব আগারগাঁও এলাকায় বিএনপির বস্তিতে থাকে। তার বিরুদ্ধে শেরে বাংলা থানায় একটি মামলা করা হয়েছে।
সম্পাদনা: সারোয়ার জাহান