শিরোনাম
◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে খাদ্য সংকটে শিক্ষার্থীরা (ভিডিও)

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে অবরুদ্ধ হয়ে পড়েছে চীনের বিভিন্ন শহর। আমদানি-রফতানি না হওয়ায় দ্রব্যমূল্যের দামও বেড়ে গেছে চীনে। আর এতে খাদ্য সঙ্কটে ভুগছেন সেখানে থাকা বিভিন্ন দেশের শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে চীনের ইয়াননান প্রদেশের কুনমিং শহরে বাস করা বাংলাদেশি শিক্ষার্থী বর্ণ সিদ্দিকী বলেন, করোনা ভাইরাসে চীনের অবস্থা ভয়ানক। তবে বাইরের মিডিয়াতে তা খুব বেশি প্রকাশ হচ্ছে না।

খাদ্য সংকটের বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থী বলেন, সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট এবং ক্যালিফোর্নিয়া সেন্টারে সবসময় পর্যাপ্ত খাবার থাকলেও সেখানে এখন খাবার নেই। সেখানে শুধু ড্রাই ফুড পাওয়া যাচ্ছে। এছাড়া খাবারের দামও বাড়িয়ে দেয়া হয়েছে। তবে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এ শঙ্কায় দেশে ফিরতে আসতে চান না বাংলাদেশি শিক্ষার্থী বর্ণ সিদ্দিকি।

এদিকে চীনে উহান শহরে থাকা ভারতীয় ৮ শিক্ষার্থী খাদ্য, পানি সঙ্কটের কারণে দেশে ফিরে আসার জন্য ভারত সরকারের কাছে আকুতি জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই আট জন শিক্ষার্থী আসাম, দিল্লী, মহারাষ্ট্র, পশ্চিম বাংলা এবং জম্মু-কাশ্মীরের। তারা সবাই উহান ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি'র শিক্ষার্থী।

এদিকে ভারত সরকার জানিয়েছে সর্বাত্মক সহযোগিতা করবে তারা। উহান থেকে নাগরিকদের ফিরিয়ে আনার জন্য একটি বিমান রাখা হয়েছে বলেও ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে।এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছে প্রায় ৬ হাজার মানুষ। চীন ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশে ৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে চীনের বাইরে করোনা ভাইরাসে এখন পর্যন্ত কেউ মারা যাননি। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়